শেষ মুহূর্তে গোল হজম করে নেপালের সঙ্গে ড্র বাংলাদেশের
প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ফুটবল খেলতে নেমেছিলেন বাংলাদেশের মেয়েরা। সেই ফেরাটা জয় দিয়েই হতে পারত। কিন্তু ছেলেদের দলের রোগ তাড়া করল মেয়েদের দলকেও।
১-০ গোলে এগিয়ে থেকে বাংলাদেশ যখন জয় নিয়ে মাঠ ছাড়ার অপেক্ষায়, তখনই লাল-সবুজ শিবিরকে হতাশায় ডোবান নেপালের সাবিত্রা ভান্ডারি।
কমলাপুরের শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপালের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে ফিরেছেন বাংলাদেশের মেয়েরা। একই প্রতিপক্ষকে হারিয়ে গত বছরের সেপ্টেম্বরে সাফ জিতেছিল বাংলাদেশ। ৬৪ মিনিটে সাবিনা খাতুনের দেওয়া গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। কিন্তু যোগ করা সময়ে সেই গোল শোধ দিয়ে প্রথম ম্যাচে বাংলাদেশের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে নেপাল।
দীর্ঘ ১০ মাস আন্তর্জাতিক ফুটবলে না খেলার ছাপ পড়েছে বাংলাদেশের মেয়েদের খেলায়। পাসগুলো ঠিকঠাক হয়নি, দলের খেলায় বেশ আড়ষ্টভাব দেখা গিয়েছে। আক্রমণে সিরাত জাহান স্বপ্নার অভাব বেশ ভালোই টের পেয়েছে বাংলাদেশ দল।
গত মে মাসে ফুটবলকে বিদায় জানিয়েছেন সাফজয়ী এই ফরোয়ার্ড। গত সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে গোল করে দলকে এগিয়ে দেওয়া শামসুন্নাহার জুনিয়রের অভাবও টের পেয়েছে বাংলাদেশ।
৫৯ মিনিটে সানজিদা আক্তারের জায়গা বদলি হিসেবে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ঘটে শাহেদা আক্তার রিপার। তার পাস ধরেই ৬৪ মিনিটে সাবিনার ফিনিশে এগিয়ে যায় স্বাগতিকরা। বক্সের বাইরে থেকে নেপালের দুই খেলোয়াড়ের মাঝখান দিয়ে ডিফেন্স চেরা এক পাস বাড়ান রিপা। ফাঁকাতেই দাঁড়িয়ে থাকা সাবিনা ডান পোস্ট থেকে কোনাকুনি শটে জালে জড়ান বল।
সাবিনার গোলে নেপালের বিপক্ষে দ্বিতীয় জয়ের খুব কাছে যখন বাংলাদেশ, তখনই অঘটন। ম্যাচ শেষ হতে বাকি মাত্র ৩ মিনিট বাকি থাকতে মরিয়া আক্রমণ করে নেপাল। যাকে নিয়ে সবচেয়ে বেশি ভয় ছিলো, সেই সাবিত্রা ভান্ডারিই বাংলাদেশ বক্সে জটলা থেকে আড়াআড়ি শটে বল জালে জড়িয়ে ভাঙেন সাবিনাদের হৃদয়।