জাপানি বংশোদ্ভূত সুমাইয়ার বাংলাদেশের হয়ে অভিষেক
বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত নারী ফুটবলার মাতসুশিমা সুমাইয়ার। কমলাপুর স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচের দ্বিতীয়ার্ধে তাকে বদলি হিসেবে মাঠে নামানো হয়।
তাতেই পূরণ হয়ে যায় সুমাইয়ার বড় একটি স্বপ্ন। কমলাপুর স্টেডিয়ামে সংবাদ মাধ্যমকে নিজের অনুভূতি ব্যক্ত করেন ২৩ বছরে পা দেওয়া সুমাইয়া। 'ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বাংলাদেশের হয়ে খেলব। আমার স্বপ্নটা পূরণ হয়েছে। বাংলাদেশ জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছি। আমি ভীষণ খুশি।'
সুমাইয়ার মা জাপানি নাগরিক মাতশুসিমা তামোমি, তার বাবা মাসুদুর রহমান বাংলাদেশি। ২০২০ সালে বাফুফের কোচদের নজরে এসেছিলেন সুমাইয়া, কিন্তু তখন দলে ডাক পাননি। এবারই প্রথম তাকে অনুশীলন ক্যাম্পে ডেকেছিল বাফুফে।
বাংলাদেশের নারী ফুটবলে সুমাইয়াই প্রথম প্রবাসী ফুটবলার, যিনি জাতীয় দলে সুযোগ পেলেন। বাংলাদেশ ও জাপানের দ্বৈত পাসপোর্টধারী তিনি। ফলে বাংলাদেশের হয়ে খেলতে কোনো সমস্যা সৃষ্টি হয়নি। জাপান ফুটবল অ্যাসোসিয়েশন থেকে বাফুফেকে কেবল অনাপত্তিপত্র নিতে হয়েছে।
বাংলাদেশ দলের অন্যান্য খেলোয়াড়দের মতোন পথচলা নয় সুমাইয়ার, বাকিরা বয়সভিত্তিক দলগুলো পার করে আসলেও, সুমাইয়া সরাসরি সুযোগ পেয়েছেন জাতীয় দলে।
তাই অভিজ্ঞতার ঘাটতি আছে বেশ, সেই চ্যালেঞ্জকে জয় করেই সামনে এগিয়ে যেতে চান মাতসুশিমা সুমাইয়া।