ফ্রি-কিক থেকে গোল: মেসি-রোনালদো কিংবা পেলে-ম্যারাডোনাদের অবস্থান কোথায়
ইন্টার মায়ামির হয়ে নিজের অভিষেক ম্যাচেই ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচের অন্তিম মুহূর্তে ফ্রি-কিক থেকে দেওয়া গোলে দলকে জিতিয়েছেন লিওনেল মেসি। তার ক্যারিয়ারে ফ্রি-কিক থেকে দেওয়া এটি ৬৩ তম গোল। ফুটবল ইতিহাসে ফ্রি-কিক থেকে দেওয়া গোলের তালিকায় মেসির অবস্থান ওপরের দিকেই।
যাদের সঙ্গে মেসির তুলনা হয় অহরহ, সেই রোনালদো-পেলে কিংবা ম্যারাডোনার অবস্থান কোথায়? ফ্রি-কিকে কেমন তাদের পরিসংখ্যান?
ফ্রি-কিক থেকে ৫৮ টি গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা আছেন ১২ তম স্থানে। ৬৩ টি ফ্রি-কিক থেকে দেওয়া গোল নিয়ে মেসি আছেন এই তালিকার পঞ্চম স্থানে। মেসির ঠিক পেছনেই আছেন দিয়েগো ম্যারাডোনা এবং সাদা পেলে বলে খ্যাত জিকো।
ফ্রি-কিক থেকে ৬৫ টি গোল করেছেন ইংলিশ স্পেশালিস্ট ডেভিড বেকহাম, যা তাকে রেখেছে চতুর্থ স্থানে। ৬৬ টি গোল নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছেন রোনালদিনহো।
ব্রাজিলিয়ান কিংবদন্তি, ফুটবলের রাজা বলে পরিচিত পেলের ফ্রি-কিক থেকে আছে ৭০ গোল, সর্বোচ্চ গোলের তালিকায় যা তাকে রেখেছে দ্বিতীয় স্থানে।
সবার ওপরে আছেন জুনিনহো, ফ্রি-কিকের অবিসংবাদিত সেরা এই ব্রাজিলিয়ান ক্যারিয়ারে ৭৭ টি গোল করেছেন 'ডেড বল' থেকেই!
লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনালদোরা খেলা চালিয়ে যাচ্ছেন এখনো। তবে জুনিনহোর এই রেকর্ড অক্ষত থাকার সম্ভাবনাই বেশি। যদিও লিওনেল মেসি যে হারে ফ্রি-কিক থেকে গোল করে যাচ্ছেন, তাতে জুনিনহোর রেকর্ড ভেঙ্গে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।