'ব্যালন ডি'অর জিততে হলে এমবাপ্পেকে ইংল্যান্ড অথবা স্পেনে যেতে হবে'
এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার কে, সেই তর্কে নাম আসবে কিলিয়ান এমবাপ্পেরও। ফ্রান্সের সেরা তারকা তো বটেই, বিশ্ব ফুটবলেরই অন্যতম বড় নাম তিনি। তবে অবিসংবাদিত সেরা হতে যেটি দরকার, সেই ব্যালন ডি'অর এখনও জেতা হয়নি ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের।
পিএসজিতে থেকে সেটি তিনি জিততে পারবেন না বলে মনে করেন সাবেক বার্সেলোনা তারকা এবং বুলগেরিয়ান কিংবদন্তি রিস্টো স্টইচকভ। এর জন্য তাকে ইংল্যান্ড কিংবা স্পেনে যাওয়ার পরামর্শ দিয়েছেন ব্যালন ডি'অর জয়ী স্টইচকভ।
এমবাপ্পে ব্যালন জয়ের স্বপ্নের কথা স্টইচকভের সঙ্গেও আলোচনা করেছেন, 'কিলিয়ান আমাকে তার লক্ষ্যের কথা বলেছে। তার স্বপ্ন ব্যালন ডি'অর জেতা। সে এখন যে পর্যায়ে আছে, সেখানে পৌঁছানো খুবই কঠিন। এটি ধরে রাখা আরো কঠিন।'
তবে পিএসজিতে থাকলে এমবাপ্পের স্বপ্ন পূরণ নাও হতে পারে। তাই ফরাসির তারকার ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবা স্প্যানিশ লা লিগায় যাওয়া উচিত বলে মনে করেন স্টইচকভ, 'এমবাপ্পে যদি সেরাদের সেরা হতে চায়, তাহলে তার ইংল্যান্ড অথবা স্পেনে যাওয়া উচিত। ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আর্সেনালের মতো ক্লাবগুলোতে খেলে সে নিজের লক্ষ্য অর্জন করতে পারবে। রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনাও তার জন্য ভালো হবে।'
পিএসজির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে এই দলবদলেই ক্লাব ছাড়তে পারেন এমবাপ্পে। তাকে নেওয়ার জন্য জাল পেতে বসে আছে রিয়াল মাদ্রিদ। এমনকি ইংলিশ ক্লাব লিভারপুলের নামও শোনা যাচ্ছে। সবমিলিয়ে এমবাপ্পের ভবিষ্যত গন্তব্য জানতে আর কিছুদিন অপেক্ষা করতে হবে।