নাটকীয় রাত শেষে ভিনিসিয়ুসকে পেছনে ফেলে ব্যালন ডি’অর রদ্রির
নাটকীয় এক রাত পেরিয়ে শেষ হাসি হেসেছেন রদ্রি। ২০২৪ সালের ব্যালন ডি'অর জিতেছেন স্প্যানিশ মিডফিল্ড মায়েস্ত্রো। ক্লাব ও জাতীয় দলের হয়ে দুর্দান্ত বছর কাটানোর পুরস্কার পেয়েছেন ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার। ৬৪ বছর পর স্পেনের কোনো পুরুষ ফুটবলার জিতলেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি।
ব্যালন ডি'অর যে ভিনিসিয়ুস জিতছেন না, তা চাওড় হয়ে গিয়েছিল আনুষ্ঠানিক ঘোষণার অনেক আগেই। রদ্রিই যে এবারের বিজয়ী, সেটাও জানা হয়ে গিয়েছিল। অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার। ক্রাচ হাতে খোঁড়াতে খোঁড়াতে এসে নিজের ব্যালন ডি'অর বুঝে নেন রদ্রি।
২০২৪ সালে ম্যানচেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ, ক্লাব বিশ্বকাপ জিতেছেন রদ্রি। জাতীয় দল স্পেনের হয়ে জিতেছেন ইউরো, হয়েছেন টুর্নামেন্টর সেরা খেলোয়াড়ও। ১২ গোল ও ১৩টি অ্যাসিস্টও রয়েছে তার নামের পাশে। সব মিলিয়ে যোগ্য হিসেবেই তার হাতে ব্যালন ডি'অর উঠেছে বলে অভিমত অনেকের।
যদিও এবারের অনুষ্ঠান শুরুর আগে হয়েছে এক প্রস্থ নাটক। ভিনিসিয়ুস জুনিয়র ব্যালন ডি'অর জিতছেন না, এটা জানাজানি হওয়ার পর অনুষ্ঠান বয়কট করে রিয়াল মাদ্রিদ। একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে নিন্দাও জানায় ক্লাবটি। মাঠের বাইরের ঘটনাকে কেন্দ্র করে ভিনিসিয়ুসকে ব্যালন ডি'অর দেওয়া হতে বঞ্চিত করা হয়েছে বলে দাবি করে রিয়াল মাদ্রিদ।
সব মিলিয়ে নাটকীয় এক রাতের পর রদ্রির হাতে ওঠে ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কারটি। ২০১৮ সালে লুকা মদ্রিচ জেতার পর কোনো মিডফিল্ডার জিতলেন ব্যালন ডি'অর। ডিফেন্সিভ মিডফিল্ডার হয়েও ব্যালন ডি'অর জিতে এক প্রকার ইতিহাসই গড়েছেন রদ্রি।