'নিজের রানী'কে খুঁজে পেলেন গ্র্যান্ডমাস্টার হিকারু নাকামুরা, বিয়ে করলেন আতুসা পুরকাশিয়ানকে
দাবা খেলায় বিশ্বখ্যাত গ্র্যান্ডমাস্টার হিকারু নাকামুরার পারদর্শিতার কথা তো সবারই জানা; এবার দাবার বোর্ডের বাইরে ব্যক্তিগত জীবনেও 'নিজের রানীকে' খুঁজে পেলেন আমেরিকান এই চেস চ্যাম্পিয়ন। সম্প্রতি ইরানী-আমেরিকান দাবাড়ু, নারী গ্র্যান্ডমাস্টার আতুসা পুরকাশিয়ানকে বিয়ে করেছেন তিনি। নাকামুরা নিজেই চেস ডটকমকে এ খবর নিশ্চিত করেছেন।
দাবার জগতের নতুন এই জুটির বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে আতুসা নিজেই দুজনের বিয়ের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সেখানে অগণিত ভক্ত এই জুটিকে অভিনন্দন জানিয়েছেন।
যদিও নাকামুরা এবং আতুসার বিয়ের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানা যায়নি, কিন্তু নাকামুরা নিজেই রেডইটের একটি পোস্টের কমেন্টে মার্কিন বিলিয়নিয়ার ওয়ারেন বাফেটের একটি উক্তি উল্লেখ করে বিয়ের খবর নিশ্চিত করেছেন।
ওয়ারেন যেমনটা বলেছেন, "সঠিক মানুষকে বিয়ে করো। আমি এ বিষয়টাকে গুরুত্বের সাথে নিয়েছি। এটা জীবনের অনেককিছুতে উল্লেখযোগ্য পার্থক্য গড়ে দেবে। এটা আপনার আকাঙ্ক্ষা-বাসনা এবং অন্য সবকিছুতে পরিবর্তন নিয়ে আসবে।"
প্রসঙ্গত, ৩৫ বছর বয়সী আতুসা পুরকাশিয়ান সাতবারের ইরানিয়ান উইমেন'স চেস চ্যাম্পিয়নশিপ বিজয়ী। ২০০০ সালে মাত্র ১১ বছর বয়সে ইরানের জাতীয় দলের হয়ে তার অভিষেক ঘটে এবং এখন পর্যন্ত তিনি ৯টি অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছেন এবং ছয়টিই ছিল বোর্ড ওয়ানে।
কয়েক বছর আগে আতুসা যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং গত বছরের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে ফেডারেশন পরিবর্তন করেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করার জন্য। বর্তমানে তার এফআইডিই রেটিং ২৩০৫ এবং তিনি দেশটির অষ্টম সর্বোচ্চ রেটিং পাওয়া নারী দাবাড়ু।
যদিও সোশ্যাল মিডিয়ায় নাকামুরা-আতুসা জুটি তেমন সরব নন, কিন্তু দাবা টুর্নামেন্টের সময় তাদের দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে। এবছরের জুনে আতুসা তার হবু স্বামীর সঙ্গে নরওয়ে চেস ২০২৩-এ যোগ দিয়েছিলেন। এই টুর্নামেন্টে সাম্প্রতিককালে সবচেয়ে বড় জয়লাভ করেন নাকামুরা।
এছাড়া, গত সপ্তাহে নাকামুরা বুলেট চেস চ্যাম্পিয়নশিপেও জয়লাভ করেছেন। বর্তমানে তিনি এফআইডিই ওয়ার্ল্ড কাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন; আজারবাইজানের বাকুতে ৩০ জুলাই থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে ২১ আগস্ট পর্যন্ত।