পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে দিল বাংলাদেশের ৯ বছর বয়সী দাবাড়ু মুগ্ধ
বাংলাদেশের ৯ বছর বয়সী দাবাড়ু রায়ান রশিদ মুগ্ধ এমন এক কীর্তি গড়েছে, যা বিশ্ব দাবা অঙ্গনকে হতবাক করে দিয়েছে। নরওয়ের পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেনকে অনলাইনে দাবার একটি ম্যাচে হারিয়েছে মুগ্ধ।
১৮ জানুয়ারি চেসডটকমে এই বিস্ময়কর ম্যাচটি অনুষ্ঠিত হয়। ঢাকার সাউথ পয়েন্ট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মুগ্ধ তার কোচ নাঈম হকের অ্যাকাউন্ট ব্যবহার করে ম্যাচটি খেলেছে। নিজের প্রোফাইল বা অফিশিয়াল কোনো খেতাব না থাকায় কোচের অ্যাকাউন্ট ব্যবহার করেছে সে।
এমন সব সীমাবদ্ধতার পরও মুগ্ধ যা করে দেখিয়েছে, অনেক পেশাদার দাবাড়ুও তা কল্পনাতেই আনেন না। দাবার ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়কে হারিয়ে দিয়েছে বাংলাদেশের খুদে এই দাবাড়ু।
ম্যাচটি ছিল 'বুলেট' ফরম্যাটে, যেখানে প্রতিটি খেলোয়াড়ের কেবল এক মিনিট সময় থাকে পুরো খেলা শেষ করার জন্য। ফিদে মাস্টার, আন্তর্জাতিক মাস্টার এবং গ্র্যান্ডমাস্টারদের মধ্যে এই ফরম্যাটটি বেশ জনপ্রিয়। চেসডটকমের র্যান্ডম পেয়ারিং সিস্টেমের মাধ্যমে মুগ্ধ হঠাৎ করেই কার্লসেনের সাথে ম্যাচ খেলার সুযোগ পেয়ে যায়, যা তাকে তার প্রতিভা প্রদর্শনের একটি দারুণ মঞ্চ তৈরি করে দেয়।
মুগ্ধর ম্যাচ নিয়ে তার কোচ নাঈম বলেন, 'আমি মুগ্ধকে দাবা শেখাই, সে সব সময় অনলাইনে খেলতে ভালোবাসে। আমি আমার আইডি দিয়ে ওকে খেলতে দেই। হঠাৎ ও আমাকে ফোন করে জানায় যে, ও কার্লসেনকে হারিয়েছে। প্রথমে আমি বিশ্বাস করতে পারিনি। এরপর ও আমাকে স্ক্রিনশট এবং ম্যাচের বিস্তারিত পাঠায়। যা দেখে আমি অবাক হয়ে যাই।'
মুগ্ধর এই জয় তার ধারাবাহিক সাফল্যের তালিকায় একটি নতুন মাইলফলক। সে বাংলাদেশের বর্তমান অনূর্ধ্ব-১০ জুনিয়র চ্যাম্পিয়ন এবং গত ডিসেম্বরে ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়নশিপে দেশকে প্রতিনিধিত্ব করেছে। মুগ্ধর বাবা মাহবুবুর রশিদ এবং কোচ তার এই সাফল্যে গর্বিত। মুগ্ধর সাফল্যকে বাংলাদেশের জন্য একটি অনুপ্রেরণাদায়ক মুহূর্ত বলে অভিহিত করেন তারা।