মেসি জাদুতে ঘুরে দাঁড়িয়ে জিতল ইন্টার মায়ামি
আবারও জোড়া গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি, তার সুবাদে লিগ কাপে পিছিয়ে পড়েও প্রত্যাবর্তনের গল্প লিখেছে ইন্টার মায়ামি। নির্ধারিত সময়ের খেলা ৪-৪ গোলের সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে জিতেছে মেসির দল।
এই ম্যাচসহ টানা তিন ম্যাচে জোড়া গোল করলেন মেসি। মায়ামির হয়ে চারটি ম্যাচ খেলে সবগুলোতেই গোল করেছেন তিনি।
আট গোলের রুদ্ধশ্বাস ম্যাচে মায়ামি তিনবার পিছিয়ে পড়েও মেসির সৌজন্য ফিরে আসে। এই ম্যাচেও ফ্রি-কিক থেকে গোল করেছেন আর্জেন্টাইন জাদুকর। এফসি ডালাসের বিপক্ষে ম্যাচের শুরুর দিকেই এগিয়ে যায় ইন্টার মায়ামি। ৬ মিনিটে জর্দি আলবার অ্যাসিস্টে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন মেসি।
এরপর ডালাসকে সমতায় ফেরান কুইগনন। ৩৭ মিনিটে মার্কো ফার্ফানের অ্যাসিস্টে গোল করেন তিনি। ৪৫ মিনিটে ডালাসের ব্যবধান দ্বিগুণ করেন বার্নার্ড কামুনগো। প্রথমার্ধ ২-১ গোলে এগিয়ে থেকে শেষ করে স্বাগতিকরা।
৬৩ মিনিটে তৃতীয় গোল করে আরো এগিয়ে যায় ডালাস। ফ্রি কিক থেকে গোল করেন অ্যালান ভেলাসকো। এরপর ৬৫ মিনিটে ব্যবধান কমায় মায়ামি। আলবার অ্যাসিস্টে গোল করেন বেঞ্জামিন ক্রেমাসচি। ৬৮ মিনিটে টেলরের আত্মঘাতী গোলে আবারও দুই গোলের লিড নিয়ে ৪-২ গোলে এগিয়ে যায় ডালাস।
এবার ৮০ মিনিটে আত্মঘাতী গোল করেন ডালাসের ফার্ফান। মায়ামির পরাজয় যখন সময়ের ব্যাপার মাত্র, তখনই মেসি নিজের জাদু দেখান। ৮৫ মিনিটে দুর্দান্ত ফ্রি কিকে গোল করেন মায়ামি অধিনায়ক। ম্যাচ ৪-৪ গোলে ড্র হলে গড়ায় পেনাল্টি শ্যুটআউটে।
টাইব্রেকারে দলের প্রথম শট নিয়েই গোল করেন মেসি। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৫-৩ গোলের জয় পায় মায়ামি। জয়সূচক গোল করেন ক্রেমাসচি।