মেসির এক গোল ও পাঁচ অ্যাসিস্ট, সুয়ারেজের হ্যাটট্রিক
নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে গত মার্চে বড় ব্যবধানে হেরেছিল ইন্টার মায়ামি। ফিরতি ম্যাচেও দলটির বিপক্ষে সুবিধা করতে পারছিল না তারা। ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মায়ামি। আরেকটি হার যখন চোখ রাখাচ্ছিল, তখনই যেন প্রতিশোধের নেশায় জ্বলে উঠে দলটি। হ্যাটট্রিক করলেন লুইস সুয়ারেস, মাতিয়াস রোহাসের জোড়া গোল। প্রাণভোমরা লিওনেল মেসি এক গোল করেও নায়ক, ছয়টি গোলেই যে আছে তার অবদান!
বাংলাদেশ সময় রোববার ভোরে মেজর লিগ সকারে নিউ ইয়র্ক রেড বুলসকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। বড় ব্যবধানে হারিয়ে রেড বুলসকে যেন আগের সেই ম্যাচের কথাই মনে করিয়ে দিলেন মেসি-সুয়ারেজরা। এই হারে দুর্বার পথচলা থামলো রেড বুলসের, এই ম্যাচের আগে টানা ছয় ম্যাচে অপরাজিত ছিল দলটি।
ইন্টার মায়ামিতে প্রথম হ্যাটট্রিকের স্বাদ পেলেন সুয়ারেজ। পাঁচ অ্যাসিস্ট করে দারুণ এক কীর্তি গড়লেন মেসি। মেজর লিগ সকারের ইতিহাসে এক ম্যাচে পাঁচ অ্যাসিস্টের ঘটনা প্রথমবারের মতো দেখা গেল। এবারের লিগে ৮ ম্যাচে মেসি গোল করেছেন ১০টি, সতীর্থদের দিয়ে করিয়েছেন ১২টি। এ নিয়ে টানা সাতটি লিগ ম্যাচে গোল করলেন তিনি।
ম্যাচের শুরু থেকে মায়ামিই দাপট দেখিয়ে খেলতে থাকে, বল দখলের লড়াইয়েও তারা এগিয়ে ছিল। কিন্তু রেড বুলসই আগে জালের ঠিকানা পায়। ৩০তম মিনিটে দান্তে ভানজায়ারের গোলে এগিয়ে যায় দলটি। শুধু এগিয়ে যাওয়াই নয়, প্রথমার্ধে নিজেদের জাল অক্ষতও রাখে তারা।
কিন্তু দ্বিতীয়ার্ধে অন্য মায়ামির দেখা মেলে। একের পর এক আক্রমণে রেড বুলসকে দিশেহারা কোরে তোলে তারা। অবিরত চেষ্টায় গোলের দেখা পেতে বেশি অপেক্ষা করতে হয়নি মায়ামিকে। ৪৮তম মিনিটে মেসির পাস থেকে বল পেয়ে অসাধারণ দক্ষতায় গোল করে দলকে সমতায় ফেরান রোহাস।
দুই মিনিট পরই দ্বিতীয় গোলটি করে মেসি। বক্সের বাইরে বাঁ পাশ থেকে বল এগিয়ে দেন রোহাস। সেখান থেকে মেসির দিকে বল বাড়িয়ে দেন সুয়ারেস। বাঁ পায়ের শটে বল জালে জড়ান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই তারকা ফুটবলার। এরপর মেসির পাস থেকে রোহাস ৬২তম মিনিটে এবং সুয়ারেজ ৬৮, ৭৫ ও ৮১তম মিনিটে গোল করেন। যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ২-৬ করেন রেড বুলসের এমিল ফর্সবার্গ।