পিছিয়ে গেল মেসির এমএলএস অভিষেক
পিছিয়ে গেল মেসির মেজর লিগ সকারে অভিষেকের দিনক্ষণ। ২০ আগস্ট যুক্তরাষ্ট্রের লিগে মেসির প্রথম ম্যাচ খেলার কথা ছিলো। কিন্তু সেটি এখন আর হচ্ছে না। কারণ, ১৯ আগস্টই লিগস কাপের ফাইনাল অথবা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে মেসির ইন্টার মায়ামিকে, লিগ কাপের কোয়ার্টার-ফাইনালে তাদের প্রতিপক্ষ শার্লট এফসির ক্ষেত্রেও ঘটতে পারে সেটি।
যাদের বিপক্ষে মেসির এমএলএস অভিষেক হওয়ার কথা সেই শার্লট এফসির বিপক্ষেই লিগ কাপের কোয়ার্টার-ফাইনালে লড়বে ইন্টার মায়ামি।
লিগস কাপের সেমিফাইনাল ১৫ আগস্ট, ফাইনাল ১৯ আগস্ট। তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচও ১৯ আগস্ট। যার অর্থ দুই দলের একটির ১৯ আগস্ট ম্যাচ থাকছেই। এ কারণেই স্থগিত হয়েছে ২০ আগস্টের সেই লিগ ম্যাচ।
মেসির ক্লাব ইন্টার মায়ামি এক বিবৃতিতে নিশ্চিত করেছে মেসির লিগ অভিষেক পেছানোর খবর, 'মেজর লিগ সকার ইন্টার মায়ামি-শার্লট এফসির ২০ আগস্টের এমএলএস ম্যাচটি স্থগিত করেছে। ওই ম্যাচের সময় পরে জানিয়ে দেয়া হবে।'
২০ আগস্ট মেসির লিগ অভিষেক দেখতে যারা টিকিট কিনেছিলেন তাদের অবশ্য হতাশ হওয়ার কিছু নেই। ইন্টার মায়ামি জানিয়েছে, ওই টিকিট দিয়েই এই খেলা দেখা যাবে।
এই ম্যাচ পেছানোয় এমএলএসে মেসির অভিষেক হওয়ার কথা ২৬ আগস্ট। সেদিন নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে খেলবে মায়ামি। এর তিন দিন আগে ২৩ আগস্ট ইউএস ওপেন কাপের সেমিফাইনালে এফসি সিনসিনাটির বিপক্ষে খেলা আছে মেসিদের।