বিশ্বকাপের আগে অবসর ভেঙে ওয়ানডেতে ফিরলেন স্টোকস
অবসর ভেঙে ওয়ানডে ক্রিকেটে ফিরলেন বেন স্টোকস। টেস্ট অধিনায়ককে নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড।
নিউজিল্যান্ডের বিপক্ষে ঘোষিত ১৫ সদস্যের ওয়ানডে স্কোয়াডে আছেন স্টোকস। ২০২২ সালের ১৮ জুলাই আচমকা ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। ওয়ানডেতে নিজের শতভাগ দিতে না পারা এবং টেস্টে মনোযোগ বাড়াতে এমন সিদ্ধান্ত নেন ইংলিশ এই অলরাউন্ডার।
ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে স্টোকসকে দলে চায় ইংল্যান্ড। অবসর ভেঙে স্টোকসকে বিশ্বকাপে খেলার জন্য অনুরোধ করেন ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক জস বাটলার, সেই অনুরোধ রেখে সিদ্ধান্ত বদল করলেন স্টোকস।
ইংল্যান্ড দলে নতুন মুখ সারে পেসার গাস অ্যাটকিনসন। নিজেদের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আগস্ট-সেপ্টেম্বরে দুটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। ৩০ আগস্ট প্রথম টি-টোয়েন্টি, ৪ সেপ্টেম্বর হবে সিরিজের প্রথম ওয়ানডে।
ইংল্যান্ড ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), জেসন রয়, জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, মঈন আলী, আদিল রশিদ, ডেভিড উইলি, ক্রিস ওকস, রিস টপলি, মার্ক উড ও গাস অ্যাটকিনসন।