অষ্টম ব্যালন ডি'অর নিয়ে ভাবছেন না মেসি
সময়টা দুর্দান্তই যাচ্ছে লিওনেল মেসির। ইন্টার মায়ামির হয়ে টানা ছয় ম্যাচে গোল পেয়েছেন, পিএসজির দুই বছরের কালো অধ্যায়ও পেছনে ফেলে এসেছেন।
উয়েফার মৌসুমসেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে আর্লিং হলান্ড এবং কেভিন ডি ব্রুইনার সঙ্গে আছেন মেসিও। আর্জেন্টিনাকে কাতার বিশ্বকাপ জেতানোর পর থেকে ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি'অর পেতে যাচ্ছেন, এমন আলোচনাও চলছে ভক্তদের মাঝে।
তবে মেসির কাছে ব্যালন ডি'অর এখন আর খুব একটা গুরুত্ব বহন করে না। যা জানিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি নিজেই, 'হ্যাঁ, এটি খুবই গুরুত্বপূর্ণ পুরস্কার। কিন্তু এটা নিয়ে এখন আর ভাবছি না। আমার কাছে দল হিসেবে ট্রফি জেতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।'
ব্যালন ডি'অরকে নিজের সম্পত্তিই বানিয়ে ফেলেছেন মেসি। সর্বোচ্চ সাতবার জিতেছেন এই পুরস্কার। কিন্তু সেরা ফুটবলারের পুরস্কারের থেকেও মেসির কাছে বিশ্বকাপ জেতাটাই বেশি গুরুত্ববহ ছিলো, 'আমি সৌভাগ্যবান যে ক্যারিয়ারে এমন ট্রফি অনেক জিতেছি। শুধু বিশ্বকাপ না পাওয়ার আক্ষেপ ছিলো। বিশ্বকাপ জয়ই গুরুত্বপূর্ণ ছিল এবং মুহূর্তগুলো উপভোগ করছি। ব্যালন ডি'অর যদি পাই ভালো, না পেলেও সমস্যা নেই।'
৩০ অক্টোবর ২০২৩ সালের ব্যালন ডি'অর জয়ীর নাম ঘোষণা করবে ফ্রান্স ফুটবল। সেদিনই জানা যাবে, মেসি অষ্টম ব্যালন ডি'অর হাতে তুলতে পারলেন কিনা।