জামাল এখন আর্জেন্টাইন ক্লাব সোল দে মায়োর
কয়েক মাস আগে আর্জেন্টিনার ক্লাব সোল দে মায়োতে যোগ দিচ্ছেন জামাল ভূঁইয়া, এমন খবর চাউর হয়েছিল। তখন বাংলাদেশের যে ক্লাবের সঙ্গে জামাল চুক্তিবদ্ধ ছিলেন, তারা জামালকে আর্জেন্টিনায় যাওয়ার অনাপত্তিপত্র দেয়নি। ফলে জামালেরও আর খেলা হয়নি বিশ্বচ্যাম্পিয়নদের দেশে।
কিন্তু এবার আর গুঞ্জন নয়, জামাল নিজেই ফেসবুক লাইভে নিশ্চিত করেছেন তার আর্জেন্টিনার ক্লাব সোল দে মায়োতে যোগদানের কথা।
জামালের এই দলবদল নিয়ে হয়েছে অনেক জল্পনা-কল্পনা। বাংলাদেশ অধিনায়ক একেক সময় বিভিন্ন রকমের মন্তব্য করে জলঘোলা করেছেন। বাংলাদেশের গণমাধ্যমকে ভিন্ন ভিন্ন বার্তা দিয়ে অবশেষে গুঞ্জনকেই সত্যি বানালেন জামাল।
জামাল যে সোল দে মায়োর হয়ে চুক্তি করেছেন বা করছেন তেমনটা শোনা যাচ্ছিল গত দুই মাস ধরেই। বাংলাদেশ অধিনায়ককে পাওয়ার জন্য গত ফেব্রুয়ারি থেকেই চেষ্টা করেছে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের এই ক্লাবটি।
গত ৯ আগস্ট আর্জেন্টিনার এজেইজা বিমানবন্দরে জামালকে সোল দে মায়োর বরণ করে নেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জামালের ঘনিষ্ঠসূত্র থেকে জানা যায়, আর্জেন্টাইন ক্লাবটির সঙ্গে দেড় মৌসুমে ১৪ হাজার ডলার মাসিক চুক্তি করেছেন বাংলাদেশ অধিনায়ক।
গতকাল ক্লাবটির হয়ে স্বাস্থ্য পরীক্ষার ভিডিও পোস্ট করেন জামাল। একই দিন রাতে তার ব্যক্তিগত ফেসবুক পেইজে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটিও লাইভ দেখানো হয়।
ক্লাব প্রেসিডেন্ট আদান ভালদেবেনিতোর সঙ্গে একটি রেস্টুরেন্টে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জামাল বলেন, 'আমি জানি বাংলাদেশে অনেকে আমাকে অনুসরণ করে। আমি এখানে নিজের সেরাটা দিতে চাই। আমি যদি ভালো খেলি তাহলে হয়তো ভবিষ্যতে অনেক বাংলাদেশি আর্জেন্টিনায় খেলার সুযোগ পাবে।'
জামাল আরও যোগ করেন, 'আমার অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। আশা করি, আমার এই অভিজ্ঞতা দিয়ে সোল দে মায়োকে পরের ধাপে নিয়ে যেতে পারব।'