জামালকে শুভকামনা জানিয়ে জার্সি উপহার দিলেন মার্তিনেস
এমিলিয়ানো মার্তিনেস বাংলাদেশ ভ্রমণ করে গেলেও তার সঙ্গে দেখা হওয়ার সুযোগ হয়নি সাধারণ আর্জেন্টিনা সমর্থকদের। এমনকি জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকেও মার্তিনেসের সঙ্গে সাক্ষাৎ করার জন্য অপেক্ষা করতে দেখা যায়।
যদিও মার্তিনেসের নাগাল পাননি জামাল। আর এই নিয়েই সরগরম হয়ে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম।
মার্তিনেসসহ যারা তাকে বাংলাদেশে নিয়ে এসেছেন তাদের সমালোচনায় মুখর হয়ে ওঠে ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম গুলো। যা পৌঁছে যায় মার্তিনেসের কানেও। আর্জেন্টাইন গোলরক্ষের কাছে এই বার্তা দেন তাকে যিনি কলকাতায় নিয়ে এসেছেন, সেই শতদ্রু দত্ত।
তবে জামালকে আগে থেকে চিনতেন না বলে দাবি করেন শতদ্রু। বাংলাদেশ অধিনায়কের অপেক্ষা করার কথা জানলে তিনি মার্তিনেসের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার ব্যবস্থা করতেন বলে জানান শতদ্রু, 'এখানে মার্তিনেসের দোষ কোথায়! ও তো জামালকে চেনে না! আমিই তো চিনি না। চিনলে অবশ্যই দেখা করিয়ে দিতাম।'
তবে ফেসবুকে এহেন সমালোচনা দেখেই কিনা শতদ্রু নিজেই মার্তিনেসকে বিষয়টি নিয়ে বলেন। এরপর আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক জামালের জন্য নিজের সই করা একটি জার্সি শতদ্রুকে দেন। যেটি এখন শতদ্রুর কাছেই আছে। তিনি এটি জামালের কাছে পৌঁছে দিতে চান।
জার্সিতে জামালের জন্য বার্তাও লিখেছেন মার্তিনেস। আর্জেন্টাইন এই গোলরক্ষক লেখেন, 'চিয়ার্স, জামাল।'