নেপালের অপেক্ষায় ‘ক্ষুধার্ত’ জামালরা
করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন খেলার বাইরে থাকতে হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে। শুধু ম্যাচ নয়, মাঠে নেমে অনুশীলন করবেন, সেই সুযোগও পাননি ফুটবলাররা। দীর্ঘ বিরতির পর গত ২৪ অক্টোবর থেকে দলীয় অনুশীলন শুরু হয়েছে। ম্যাচ খেলার সুযোগও পাচ্ছে জামাল ভুঁইয়ার দল। প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরার পর্বেই এমন এক প্রতিপক্ষ মিলছে, যাদের বিপক্ষে জিততে মরিয়া বাংলাদেশ।
নেপাল, নামটি শুনলে অস্বস্তিতেই পড়ে যাওয়ার কথা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। সর্বশেষ দুই ম্যাচে দলটির বিপক্ষে হার নিয়ে মাঠ ছাড়েন জামাল-জীবনরা। এশিয়ান গেমসে অনূর্ধ্ব-২৩ দল পর্যায়েও দলটির বিপক্ষে ভরাডুবি হয় বাংলাদেশের। সব মিলিয়ে নেপালের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে জয়ের জন্য ক্ষুধার্ত জামালরা।
আগামী ১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচ দুটি দিয়ে ভাঙবে গত মার্চে স্থবির হয়ে পড়া ফুটবল পাড়ার নিরবতা। ম্যাচ দুটিকে সামনে রেখে বেশ কয়েকদিন ধরে অনুশীলন করে আসছে জাতীয় দল। লকডাউনে নিজেদের মতো করে ফিটনেস নিয়ে কাজ করলেও সেটা যে পর্যাপ্ত হয়নি, তা বোঝা যাচ্ছে অনুশীলনে।
সোমবার নিজেদের মধ্যে ম্যাচ খেলেছেন জাতীয় দলের ফুটবলাররা। এই ম্যাচের পর অধিনায়ক জামালের মনে হয়েছে, পুরো দল ফিটনেসের দিক থেকে ভালো অবস্থানে নেই। জামাল বলেন, 'সত্যি বলতে টিমটা পুরোপুরি ফিট নয়। আজ আমরা প্রস্তুতি ম্যাচ খেলেছি। অনেকের সমস্যা আছে। আমাদের অনেক পরিশ্রম করতে হবে, আরও রানিং করতে হবে, তারপর ফিটনেস আসবে।'
বসুন্ধরা কিংসে থাকা ফুটবলাররা অনুশীলন করেছেন। যে কারণে তাদের ফিটনেস ভালো পর্যায়ে আছে। এ নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'অনেকদিন পর আমরা অনুশীলন করছি, ম্যাচ খেলছি। অনেক খেলোয়াড়ই পুরোপুরি ফিট নয়। বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা তুলনামুলকভাবে বেশি ফিট। তারা দলের সঙ্গে অনুশীলন করেছে। অন্যরা সে সুবিধা পায়নি। অন্যরা সামনের দিনগুলোতে ফিট হয়ে উঠবে।'
ফিটনেসে ঘাটতি বা অপর্যাপ্ত অনুশীলনের পরও নিজেদের লক্ষ্যে অবিচল জামালরা। নেপালের বিপক্ষে এবার আর হার নিয়ে মাঠ ছাড়তে চান না তারা। জামাল বলছেন, 'আমরা জয়ের জন্য ক্ষুধার্ত। সবাই বলছে নেপালের কাছে তোমরা দুইবার হেরেছ, এটা কী! তো বিষয়টা খেলোয়াড়দের মাথায় আছে। সবাই জিততে চায় এবং আমাদের জিততেই হবে।'
দীর্ঘ বিরতির পর বলা যায় নতুন শুরুই হচ্ছে। নতুন এই শুরুর পর্বে নতুন এক যোদ্ধাকে দলে পাচ্ছে বাংলাদেশ। ফিনল্যান্ড প্রবাসী কাজী তারিক রায়হান দলে ডাক পেয়েছেন। ফিনল্যান্ডের অনূর্ধ্ব-১৬, ১৭, ১৮ এবং ১৯ দলে খেলা এই ডিফেন্ডারকে নিয়ে আশাবাদী জামাল, 'তারিক দলে নতুন। তবে তার অন্তর্ভুক্তি দলের আত্মবিশ্বাস আরও বাড়াবে। দলে নতুন বলে সে একটু সংকোচবোধ করে, কিন্তু ভালো করছে অনুশীলনে।'