‘নিজের ইচ্ছাতেই ওয়ানডেতে ফিরেছে স্টোকস’
অবসর ভেঙে ওয়ানডেতে ফিরেছেন বেন স্টোকস, তাকে নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। কদিন আগে ইংল্যান্ডের প্রধান কোচ ম্যাথু মট জানান, ওয়ানডেতে ফিরতে স্টোকসকে অনুরোধ জানাবেন অধিনায়ক জস বাটলার। তবে স্টোকসকে অনুরোধ করে ফেরাতে হয়নি, নিজের ইচ্ছাতেই তিনি ফিরেছেন বলে জানালেন বাটলার।
ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক জানান, স্টোকসকে ফেরাতে ইংল্যান্ড ম্যানেজমেন্ট চেষ্টা করেছে, কিন্তু তাকে জোর করা হয়নি। নিজের ইচ্ছাতেই ওয়ানডে দলে ফিরেছেন তিনি। তিন ফরম্যাটে খেলার চাপ ও হাঁটুর ইনজুরির কারণে গত বছরের জুলাইয়ে ওয়ানডে থেকে অবসর নেন স্টোকস।
এবারের অ্যাশেজ শেষে স্টোকসকে দলে ফেরানো ইচ্ছার কথা জানান ইংল্যান্ডের সীমিত ওভারের কোচ ম্যাথু মট। ইংল্যান্ডের সংবাদমাধ্যম ডেইলি মেইলকে মট বলেছিলেন, বিশ্বকাপে স্টোকসকে দলে চায় ইংল্যান্ড। স্টোকসকে ফেরাতে তার সঙ্গে আলোচনা করবেন বাটলার। বিশ্বকাপে স্টোকস বোলিং না করলেও সমস্যা নেই, তারকা এই অলরাউন্ডারকে এবার বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে চায় বর্তমান চ্যাম্পিয়নরা।
কদিন পরই অবসর ভেঙে ওয়ানডে দলে ফেরেন স্টোকস। আগামী মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজ ও বিশ্বকাপের প্রাথমিক দলে রাখা হয়েছে ৩২ বছর বয়সী এই ক্রিকেটারকে।
শুরুতে আলোচনা, অনুরোধের কথা বলা হলেও বাটলার জানালেন ভিন্ন কথা। তিনি বলেন, 'সত্যি বলতে এটা বেনের (স্টোকস) সিদ্ধান্ত ছিল। আপনারা সবাই বেশ ভালোভাবেই বেনকে চেনেন। আমার মনে হয়, ইচ্ছে না থাকলে তার সাথে কথা বলে তাকে কেউ তাকে রাজি করাতে পারবে। এটা নিয়ে আমাদের মধ্যে কিছুদিন আগে কথা হয়েছিল। সে ফিরতে চায় কিনা, সেটা তার ওপর ছেড়ে দেওয়া হয়েছিল। সে ফেরায় আমরা খুশি এবং যেকোনো সময় তাকে স্বাগত জানানোটা দারুণ ব্যাপার।'
দীর্ঘদিনের পরিচয়ের কারণে স্টোকসকে ভালোভাবেই চেনেন বাটলার। তিনি জানান, ব্যক্তিগত সিদ্ধান্তগুলো নিজের মতো করে নিতেই পছন্দ করেন স্টোকস। দলে ফিরতে জোর করা হলে ফল উল্টোও হতে পারতো।, 'বেন নিজের মতো কাজ করে, ও নিজেই সিদ্বান্ত নেয়। তার সাথে অনেক দিন খেলেছি, আমি তার ভালো বন্ধু। তাকে বিরক্ত করে আমি বারবার 'ফিরে এসো, ফিরে এসো' বলতাম, তাহলে বেনের ক্ষেত্রে এটায় কাজ করতো না। তার নিজের মন মতো সিদ্ধান্ত সে নিজেই নেয়।'
ইংল্যান্ডের হয়ে ১০৫ ওয়ানডেতে ৩টি সেঞ্চুরি ও ২১টি হাফ-সেঞ্চুরিসহ ৩৮.৯৮ গড়ে ২ হাজার ৯২৪ রান করেছেন স্টোকস, উইকেট নিয়েছেন ৭৪টি। ২০১৯ বিশ্বকাপ জয়ে ইংলিশদের কাণ্ডারী ছিলেন তিনি। এমন কাউকে দল চাইবে, সেটাই স্বাভাবিক। বাটলার বলেন, 'স্টোকস দলে কী নিয়ে এসেছে, সেটা আপনাদের বলতে হবে বলে আমি মনে করি না। স্টোকসকে পাওয়াটা দারুণ কিছু। তার মানের খেলোয়াড় পাওয়াটা দারুণ হয়। আমরা তাকে স্বাগত জানাতে পেরে খুশি।'