মহাকাব্য লিখে মায়ামিকে শিরোপা জেতালেন মেসি
মহাকাব্য লিখেই চলেছেন লিওনেল মেসি। যে ইন্টার মায়ামি জয় কী জিনিস জানতোই না, সেই তাদেরকেই মেসি জিতিয়ে বসেছেন লিগস কাপের শিরোপা। ফাইনালে ন্যাশভিলকে টাইব্রেকারে ১০-৯ গোলে হারিয়েছে মেসির ইন্টার মায়ামি।
বিশ্বকাপ জয়ের পর আর কিছুই অপূর্ণ ছিলো না মেসির ক্যারিয়ারে। নতুন চ্যালেঞ্জ নিতে গিয়েছেন যুক্তরাষ্ট্রে। আর সেখানে প্রথম পরীক্ষাতেই লেটার মার্ক সহ উতরেছেন মেসি। ইন্টার মায়ামিকে জিতিয়েছেন তাদের ইতিহাসের প্রথম শিরোপা।
আজ ফাইনালেও নিজের গোলের ধারা বজায় রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা। টানা সপ্তম ম্যাচে গোল করেছেন মেসি। মায়ামির জার্সিতে মেসির এটি দশম গোল। সবগুলো গোলই তিনি করেছেন লিগস কাপে। হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়ও।
ফাইনালে ন্যাশভিলের বিপক্ষে ২৩ মিনিটে মেসির ডি-বক্সের বাইরে থেকে করা গোলে এগিয়ে যায় মায়ামি। ৫৭ মিনিটে সেই গোল শোধ দেন পিকাল্ট। এরপর ম্যাচে আর কোনো গোল না হলে টাইব্রেকারের দারস্থ হতে হয়।
সেখানেও মায়ামির হয়ে প্রথম শট থেকে গোল করেন মেসি। টাইব্রেকার যেন শেষই হচ্ছিল না। দুই দলেরই যখন ৯-৯ গোলের সমতা, তখন শট নিতে আসেন গোলরক্ষকরা। মায়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার গোল করেন, এরপর প্রতিপক্ষ গোলরক্ষকের শট ঠেকিয়ে দলকে এনে দেন শিরোপাও।
১-১ গোলে সমতায় থাকার পর ইন্টার মায়ামি টাইব্রেকারে ম্যাচ জিতে নেয় ১০-৯ গোলে।