বেঁচে আছেন হিথ স্ট্রিক
হিথ স্ট্রিকের মারা যাওয়ার বিষয়টি সত্যি নয়! সাবেক জিম্বাবুইয়ান তারকা হেনরি ওলোঙ্গা জানিয়েছেন, হিথ স্ট্রিকের সঙ্গে কথা হয়েছে তার। বেঁচে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফাস্ট বোলিং কোচ।
হিথ স্ট্রিকের মৃত্যুর সংবাদ প্রকাশিত হয়েছে বিশ্বের বড় বড় সব গণমাধ্যমেও। এখন দেখা যাচ্ছে, সেই খবর সঠিক নয়। বেঁচে আছেন জিম্বাবুইয়াইন কিংবদন্তি।
স্ট্রিকের সাবেক সতীর্থ হেনরি ওলোঙ্গার একটি টুইটকে সূত্র ধরেই বার্তা সংস্থা রয়টার্সসহ বিশ্বের বড় বড় সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, মারা গেছেন ক্যানসারে আক্রান্ত স্ট্রিক। কিন্তু কয়েক ঘণ্টা পড়েই সেই ওলোঙ্গাই আবার আগের টুইট মুছে দিয়ে জানালেন, বেঁচে আছেন স্ট্রিক। ওলোঙ্গা লিখেছেন মৃত্যুসংবাদটি গুজব ছিল।
হিথ স্ট্রিকের সঙ্গে হোয়াটসঅ্যাপে আদানপ্রদান করা বার্তার স্ক্রিনশট দিয়ে ওলোঙ্গা টুইট করেন, 'আমি নিশ্চিত করছি, হিথ স্ট্রিকের মৃত্যুসংবাদটি গুজব। তার সঙ্গে মাত্রই কথা হলো। তৃতীয় আম্পায়ার তাকে ফিরিয়ে এনেছেন, সে বেঁচে আছে।'
ওলোঙ্গার এই টুইটের পর বার্তা সংস্থা রয়টার্স ও ব্রিটিশ সংবাদমাধ্যম স্ট্রিকের মৃত্যু সংবাদ মুছে ফেলেছে।
ভারতীয় পত্রিকা মিড ডে খোদ স্ট্রিকের কথাই তুলে ধরে জানিয়েছে, বেঁচে আছেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার।
নিজের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়াটাকে দুঃখজনকও বলেছেন স্ট্রিক। হোয়াটসঅ্যাপ বার্তায় স্ট্রিক মিড ডেকে বলেন, 'এটা গুজব। আমি বেঁচে আছি, ভালোই আছি। আমি খুব কষ্ট পেয়েছি। সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগে এত বড় একটা খবর কারো কাছ থেকে নিশ্চিত না হয়েই কীভাবে ছড়িয়ে দেওয়া হয়! আমার মনে হয়, যে সূত্রের মাধ্যমে এই খবর ছড়িয়েছে তার ক্ষমা চাওয়া উচিত।'