এবার সত্যিই না ফেরার দেশে উড়াল দিলেন হিথ স্ট্রিক
এবার আর গুজব নয়, সত্যিই মারা গেছেন জিম্বাবুয়ে কিংবদন্তি হিথ স্ট্রিক। কদিন আগেই স্ট্রিকের সতীর্থ হেনরি ওলোঙ্গার একটি টুইট থেকে জানা গিয়েছিল, ক্যান্সারের সঙ্গে লড়তে থাকা হিথ স্ট্রিক মারা গেছেন। পরবর্তীতে সেটি গুজব হিসেবে প্রকাশ পায়।
তবে এবার আর গুজব নয়, হিথ স্ট্রিকের স্ত্রীই নিশ্চিত করেছেন, সাবেক জিম্বাবুইয়ান ক্রিকেটার চলে গেছেন না ফেরার দেশে। বাংলাদেশের সাবেক বোলিং কোচের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বাবা ডেনিসও।
সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্রিকের মৃত্যুর খবর জানান তার স্ত্রী নাদিনে। ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়ছিলেন ৪৯ বছর বয়সী এই সাবেক অলরাউন্ডার।
জিম্বাবুয়ের ইতিহাসের অন্যত, সেরা ক্রিকেটার হিথ স্ট্রিক। ৬৫ টেস্ট ও ১৮৯ ওয়ানডে খেলেছেন এই অলরাউন্ডার। টেস্টের ২১৬ উইকেটের সঙ্গে ২৩৯ উইকেট নিয়েছেন ওয়ানডেতে।
সঙ্গে টেস্টে ১৯৯০ ও ওয়ানডেতে ২৯৪২ রান করেছেন তিনি। বাংলাদেশের হয়ে দুই বছর বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন ৪৯ বছর বয়সী জিম্বাবুইয়ান কিংবদন্তি। আরও অনেক জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি লিগের দলে কোচিং করিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক।