যেভাবে হিথ স্ট্রিকের 'মৃত্যু'র খবর পেয়েছিলেন ওলোঙ্গা
হিথ স্ট্রিকের মৃত্যুর সংবাদ প্রচার করে তোলপাড় ফেলে দিয়েছিলেন হেনরি ওলোঙ্গা। জিম্বাবুয়ের সাবেক এই ক্রিকেটারই অবশ্য তার কিছুক্ষণ পরেই এই সংবাদ যে সত্যি নয় তা নিশ্চিত করেন।
হিথ স্ট্রিকের 'মৃত্যু'তে শোক জানানোর কিছুক্ষণ পরই ওলোঙ্গাই আবার নিশ্চিত করেন, স্ট্রিক বেঁচে আছেন। জিম্বাবুয়েরের ক্রিকেট কিংবদন্তির এই উড়ো 'মৃত্যু'র খবর কোন জায়গা থেকে পেয়েছিলেন তা পরিষ্কার করেছেন ওলোঙ্গা।
ফেসবুকে জিম্বাবুইয়ান স্পোর্টিং ফোরাম নামের একটি পেজে স্ট্রিকের মারা যাওয়ার খবর দেখেন ওলোঙ্গা। তার দাবি, ওই খবর দেখার পর নিশ্চিত হওয়ার জন্য কয়েকজন সাবেক সতীর্থ ও স্ট্রিকের পরিবারের সদস্যদের কাছে খুদে বার্তা পাঠিয়েছিলেন তিনি।
স্ট্রিকের পরিবারের কেউ সে সময়ে উত্তর দেননি ওলোঙ্গাকে। তবে তার আরেক সাবেক সতীর্থ জানান, স্ট্রিক মারা গেছেন। অনলাইনের স্ট্রিকের কাছের এক বন্ধুর শোকবার্তা দেখেছেন বলেও দাবি করেছেন ওলোঙ্গা।
স্ট্রিকের সেই বন্ধুর শোকবার্তা দেখার পর আর বসে থাকতে পারেননি ওলোঙ্গা, নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্রিকের মৃত্যুর খবর প্রকাশ করেন। যা পরবর্তীতে ভুল বলেই প্রমাণিত হয়েছে।