প্রত্যাবর্তনের দারুণ গল্প লিখে আরেক ফাইনালে মেসির মায়ামি
রুদ্ধশ্বাস ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে ইউএস ওপেন কাপের ফাইনালে উঠেছে মেসির মায়ামি। আর মায়ামির ফাইনালে ওঠার পেছনের কারিগরও মেসি।
টানটান উত্তেজনার ম্যাচে সিনসিনাটিকে হারিয়ে আরেকটি শিরোপা জয়ের দ্বারপ্রান্তে এখন মেসির মায়ামি।
ইউএস ওপেন কাপের সেমি-ফাইনালে সিনসিনাটির বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পরে মায়ামি। ৬৮ মিনিটে মেসির ফ্রি-কিক থেকে ব্যবধান কমান কাম্পানা।
ম্যাচ যখন প্রায় শেষের পথে, মায়ামির আশাও নিভু নিভু, তখনই আবারও জাদু দেখান মেসি। প্রথম গোলদাতা কাম্পানাকে এমনই এক বল বাড়ান যাতে কেবল মাথা ছোঁয়ানোর কাজ ছিলো। যোগ করা সময়ের শেষ মুহূর্তে সেই গোলেই সমতায় ফেরে মায়ামি।
এরপর অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় মার্তিনেজের গোলে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় মেসির দল। তবে ১১৪ মিনিটে সিনসিনাটির কুবো সেটি শোধ দিলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
কদিন আগেই ন্যাশভিলকে টাইব্রেকারে হারিয়ে প্রথম শিরোপা জিতেছিল মায়ামি। আজও ৫–৪ গোলের ব্যবধানে ম্যাচ জেতে তারা। সিনসিনাটির প্রথম ৪ শটের লক্ষ্যভেদের মতো মায়ামিরও একই ফল।
এমন সমীকরণের সময় নিক হ্যাগল্যান্ডের শট রুখে দেন মায়ামির গোলরক্ষক ক্যালেন্ডার। শেষ শটে দলকে ম্যাচ জেতান ক্রেমাশি।
এতে করে দ্বিতীয় কোনো শিরোপা জয়ের সুযোগ পাচ্ছে মায়ামি। ইউএস ওপেন কাপের ফাইনাল হবে ২৭ সেপ্টেম্বর।