মেসির নতুন এই দেহরক্ষী কে?
বার্সেলোনা ও পিএসজির হয়ে খেলার সময় কখনো দেহরক্ষী নিয়ে ঘুরতে দেখা যায়নি মেসিকে। তবে ইন্টার মায়ামিতে গিয়ে সেই অভিজ্ঞতা হচ্ছে তার। আর্জেন্টাইন ফরোয়ার্ড এবং তার পরিবারের নিরাপত্তার জন্য ক্লাবটির অন্যতম স্বত্বাধিকারী ডেভিড বেকহাম নিয়োগ দিয়েছেন একজন দেহরক্ষীকে।
ইয়াসিন চুয়েকো নামের এই ব্যক্তি যুক্তরাষ্ট্রের নেভি সিল হিসেবে কাজ করেছেন। মার্শাল আর্টে পারদর্শী চুয়েকো ইরাক ও আফগানিস্তানে যুদ্ধও করেছেন।
এতদিন ইউরোপে খেলেও কখনো দেহরক্ষী ছিলো না মেসির। তাহলে ইন্টার মায়ামিতে খেলতে গিয়ে কেন তা নিতে হলো? যুক্তরাষ্ট্রে প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিবর্ষণ কিংবা অস্ত্র নিয়ে আক্রমণ নতুন কিছু নয়। এ জন্য মেসির মতো তারকার বাড়তি নিরাপত্তা থাকবে, সেটিই স্বাভাবিক।
তবে চুয়েকোর আলোচনায় আসার কারণ ভিন্ন, ম্যাচের সময় প্রতিপক্ষ খেলোয়াড় কাছে আসতে চাইলে মেসিকে পাহারা দিতে মাঠে নেমে পড়তে দেখা গেছে তাকে! সেসব ভিডিও বেশ কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
লিওনেল মেসি যেখানেই যাচ্ছেন, ছায়ার মতো তাকে অনুসরণ করছেন চুয়েকো। স্টেডিয়ামে প্রবেশের সময় থেকে টানেল ধরে ড্রেসিংরুমে যাওয়ার সময়, এমনকি মাঠেও নেমে পড়ছেন বিশালদেহী এই লোক। ইতিমধ্যে আর্জেন্টাইন ফরোয়ার্ডের এই দেহরক্ষীকে নিয়ে শুরু হয়েছে আলোচনা। গতকাল ইউএস ওপেন ফুটবলে সিনসিনাটির বিপক্ষে ম্যাচের পর সেই আলোচনা আরও তুঙ্গে।
সিনসিনাটির বিপক্ষে ম্যাচেও মেসির পাশেপাশে থাকতে টাচলাইন ধরে দৌড়েছেন তার দেহরক্ষী। সেটিরও একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর টুইটারে একজনের মন্তব্য, 'ইন্টার মিয়ামিতে মেসির ব্যক্তিগত দেহরক্ষী। তাকে সব জায়গায় অনুসরণ করেন।'