ইন্টার মায়ামিতে মেসির ব্যক্তিগত দেহরক্ষী: কত বেতন পান তিনি?
আমেরিকান সকার ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার রাখার পরেই একের পর এক জাদু দেখিয়ে যাচ্ছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের এই ক্লাবটির খোলনলচেই যেন বদলে দিয়েছেন বিশ্বকাপজয়ী এই তারকা। কিন্তু যুক্তরাষ্ট্রের মাটিতে যেখানেই যাচ্ছেন মেসি, তিনি একা যাচ্ছেন না... সঙ্গে থাকছেন একজন ব্যক্তিগত দেহরক্ষী। সম্প্রতি ফুটবল দুনিয়ায় আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছেন মেসির এই দেহরক্ষী।
সারাক্ষণ মেসির ওপর নজর রাখা, তার ক্ষিপ্রতা, এমনকি পাস দেওয়ার দক্ষতা দিয়েও সবার মনোযোগ আকর্ষণ করেছেন তিনি। গোল ডটকম সূত্রে জানা গেছে, মেসির এই ব্যক্তিগত দেহরক্ষীর নাম ইয়াসিন চিউকো।
সাবেক বার্সেলোনা তারকা এবং বর্তমানে ইন্টার মায়ামির সবচেয়ে মূল্যবান রত্ন, বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসিকে সুরক্ষা দিতে তার দেহরক্ষী কত পারিশ্রমিক পান তা নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে।
কেন মেসির নিরাপত্তা দরকার?
এ প্রশ্নের উত্তর হয়তো আর ব্যাখ্যা করার তেমন প্রয়োজন নেই। কারণ ৩৬ বছর বয়সী আর্জেন্টাইন তারকা বর্তমানে বিশ্বের সবচেয়ে বিখ্যাত ব্যক্তিদের একজন। যদিও আর্জেন্টিনায় কিংবা মেসির দীর্ঘদিনের আবাস ছিল যে বার্সেলোনা, সেখানে তার ভক্তের সংখ্যা অগণিত এবং তাকে দেখামাত্রই ঘিরে ধরার সম্ভাবনা বেশি; তবে যুক্তরাষ্ট্রেও কিন্তু ইতোমধ্যেই প্রচুর ভক্ত জুটে গিয়েছে মেসির।
একইসঙ্গে ইন্টার মায়ামির প্রতিটি ম্যাচের টিকিটের দাম হয়েছে আকাশচুম্বী। এরই মধ্যে দলটির হয়ে প্রথম শিরোপা জিতে ফেলেছেন মেসি। যেহেতু অসংখ্য ভক্ত, তারকা এবং অ্যাথলেটরা এখন দলে দলে মেসিকে দেখার জন্য ছুটে যাচ্ছেন, তাই এই মুহূর্তে আর্জেন্টাইন তারকার বিপদের ঝুঁকিও রয়েছে। অনেকগুলো ম্যাচেই ভক্তদের দৌড়ে মাঠের ভেতরে চলে আসতে দেখা গেছে মেসির সঙ্গে সেলফি তোলা বা তাকে আলিঙ্গনের জন্য; যার ফলে আহত হওয়ার ঝুঁকিও থেকেই যায়।
কিন্তু লস অ্যাঞ্জেলেসের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে লস অ্যাঞ্জেলেস এফসির সঙ্গে খেলার দিন এমনটা হওয়ার আগেই রুখে দিয়েছিলেন মেসির দেহরক্ষী। গোলডটকম সূত্রে জানা গেছে, ইন্টার মায়ামিই মেসির জন্য এই দেহরক্ষী নিয়োগ দিয়েছে।
যুক্তরাষ্ট্রে একজন দেহরক্ষীর পারিশ্রমিক কত?
স্যালারি ডটকম সূত্র অনুযায়ী, যুক্তরাষ্ট্রে একজন দেহরক্ষীর বার্ষিক গড় বেতন ৬৪,০০০ থেকে ৮৪,০০০ ডলারের মধ্যে এবং সর্বোচ্চ ও সর্বনিম্নের মাঝামাঝিতে বেতন ৭৩,০০০ ডলারের বেশি। অর্থাৎ, তাদের মাসিক বেতন প্রায় ৫৬০০ ডলার।
কোনো সাধারণ নিরাপত্তারক্ষী দল নয়
একজন পেশাদার ব্যক্তিগত দেহরক্ষীর বেতন আসলে ওই চাকরিতে সে কতক্ষণ কাজ করছে, তার দায়িত্ব কতটুকু এবং ক্লায়েন্টের প্রোফাইলের উপর নির্ভর করে। যেহেতু লিওনেল মেসি বিশ্বের সবচেয়ে বিখ্যাত ও উচ্চ মর্যাদাসম্পন্ন একজন ব্যক্তি, তাই তাকে নিরাপত্তা দেওয়ার জন্যেও রয়েছে বিশেষ ব্যবস্থা।
যদিও মেসির দেহরক্ষী ইয়াসিনের বেতন সম্পর্কে অফিসিয়াল কোনো তথ্য পাওয়া যায়নি, গোল ডটকম অন্যান্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছে মেসি এবং তার পরিবার- অর্থাৎ আন্তোনেলা এবং তাদের তিন সন্তান থিয়াগো, মাতেও ও সিরোর নিরাপত্তা দেওয়ার জন্য মাসে আড়াই লাখ ডলার বেতন পান তার দেহরক্ষী।
যদিও মেসি বা ইন্টার মায়ামির সংশ্লিষ্ট কেউই ইয়াসিন চিউকোর বেতন সম্পর্কিত তথ্য নিশ্চিত করেননি; তবে মেসির সম্পদ-অর্থবিত্ত, তার প্রোফাইল, ভ্রমণের সময়সূচি এবং বিশেষ চাহিদা বিবেচনায় তার দেহরক্ষী ছয় অঙ্কের বেতন পান বলে ধরে নেওয়াটা অস্বাভাবিক নয়।