পেলেকে ছাড়িয়ে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে দারুণ জয় দিয়ে শুরু করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নিজেদের মাঠে বলিভিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে সেলেকাওরা।
ব্রাজিলের দারুণ জয়ের ম্যাচে নিজের নাম ইতিহাসের পাতায় লিখিয়ে নিয়েছেন নেইমার। পেলেকে ছাড়িয়ে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন তার।
ব্রাজিলের হয়ে ৭৯ গোল করেছেন নেইমার। এতদিন ৭৭ গোল নিয়ে কিংবদন্তি পেলের সঙ্গে রেকর্ড ভাগাভাগি করছিলেন তিনি।
কালো মানিক পেলে এই ৭৭ গোল করেছেন ৯২ ম্যাচে। আর ব্রাজিলের হয়ে নেইমার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ১২৫ ম্যাচ খেলে।
যদিও এই ম্যাচের শুরুতে পেনাল্টি মিস করেন নেইমার। তবে এরপরেও জোড়া গোল করেন তিনি, রদ্রিগোও দেখা পান জোড়া গোলের। ব্রাজিলের অন্য গোলটি করেন রাফিনহা।