প্রতিপক্ষ গোলরক্ষকের মুখে লাথি মেরে নিষিদ্ধ রোনালদো
ইউরোর বাছাইপর্বে পর্তুগাল জিতলেও ম্যাচটা ভালো যায়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য। নিজে তো গোল পাননি-ই, উলটো প্রতিপক্ষের গোলরক্ষককে বিপদজনকভাবে ফাউল করে দেখেছেন হলুদ কার্ড।
স্লোভাকিয়ার গোলরক্ষক মার্টিন দ্রুভাবকাকে করা ফাউলটির জন্য রেফারি যে রোনালদোকে লাল কার্ড দেখাননি, এটিই বরং অবাক করেছে উপস্থিত দর্শকদের। তবে নিষেধাজ্ঞার হাত থেকে বাঁচতে পারেননি সিআর সেভেন।
এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে পর্তুগিজ মহাতারকাকে। যার কারণে, লুক্সেমবার্গের বিপক্ষে পর্তুগালের পরের ম্যাচে খেলতে পারবেন না তিনি।
রোনালদোর মূলত বল কেড়ে নিতে গিয়ে বুটের স্টাড লাগিয়ে বসেন দুভ্রাবকার মুখে। এতে গুরুতর আহত হন স্লোভাকিয়ার গোলরক্ষক। তাতে রেফারি হলুদ কার্ড দেখান রোনালদোকে।
লুক্সেমবার্গের বিপক্ষে খেলতে না পেরে নিজেকে দুর্ভাগাই ভাবতে পারেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে যাদের বিপক্ষে সবচেয়ে বেশি গোল করেছেন, লুক্সেমবার্গ তাদের মধ্যে অন্যতম।