‘হারেৎজ’ পত্রিকার ওপর ইসরায়েল সরকারের নিষেধাজ্ঞা, সব সম্পর্ক ছিন্ন
ইসরায়েলি সরকার কর্তৃক রোববার (২৪ নভেম্বর) গৃহীত একটি প্রস্তাব অনুযায়ী, সরকারি অর্থায়নে পরিচালিত সকল প্রতিষ্ঠানকে হারেৎজ পত্রিকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতে এবং পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
সরকার জানিয়েছে, "হারেৎজ-এর বেশ কয়েকটি প্রতিবেদন ইসরায়েল রাষ্ট্রের বৈধতা ও আত্মরক্ষার অধিকারে আঘাত করেছে।" বিশেষ করে লন্ডনে পত্রিকার প্রকাশক আমোস শকেন তার বক্তব্যে সন্ত্রাসবাদকে সমর্থন করায় এবং সরকারের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই মাসের শুরুতে শকেন ফিলিস্তিনি "মুক্তিযোদ্ধা"দের নিয়ে মন্তব্য করার পর ইসরায়েলি সরকারের তীব্র সমালোচনার মুখে পড়েন।
প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকের অ্যাজেন্ডায় শেষ মুহূর্তে যোগ করা হয় এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এটি সমর্থন করেন।
হারেৎজ পত্রিকা এক বিবৃতিতে এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, "আইনি পর্যালোচনা ছাড়াই গৃহীত এই সুবিধাবাদী সিদ্ধান্ত নেতানিয়াহুর গণতন্ত্র ভাঙার আরেকটি পদক্ষেপ। পুতিন, এরদোয়ান এবং অরবানের মতো নেতানিয়াহুও একটি স্বাধীন ও সমালোচনামূলক পত্রিকাকে স্তব্ধ করার চেষ্টা করছেন।"
পত্রিকাটি আরও বলেছে, "হারেৎজ কোনোভাবেই পিছু হটবে না এবং সরকারের অনুমোদিত বার্তা প্রকাশ করা কোনো সরকারি প্রচারপত্রে পরিণত হবে না।"
পত্রিকাটি আরও উল্লেখ করেছে, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এই প্রস্তাব ভোটাভুটির জন্য উপস্থাপনের বিষয়টি জানত না এবং এই নিয়ে কোনো আইনি পর্যালোচনা বা মতামত দেয়নি।
গত ১ নভেম্বর লন্ডনে এক সম্মেলনে দেওয়া বক্তৃতায় হারেৎজ-এর প্রকাশক আমোস শকেন বলেন, "নেতানিয়াহুর সরকার ফিলিস্তিনি জনগণের ওপর নির্মম বর্ণবাদী শাসন চাপিয়ে দিতে আগ্রহী। তারা বসতি রক্ষার নামে উভয় পক্ষের মূল্যকে অগ্রাহ্য করে এবং ফিলিস্তিনি মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়াইকে সন্ত্রাসবিরোধী অভিযান বলে আখ্যা দেয়।"
পরে শকেন তার মন্তব্যের ব্যাখ্যায় জানান, তিনি হামাসকে "মুক্তিযোদ্ধা" মনে করেন না এবং জোর দিয়ে বলেন, যারা সন্ত্রাসবাদ নয় বরং শান্তিপূর্ণ উপায়ে স্বাধীনতার জন্য লড়াই করেন, তাদেরই তিনি সমর্থন করেন।
শকেনের বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার পর পত্রিকাটি একটি সম্পাদকীয় প্রকাশ করে তার বক্তব্যের দায় অস্বীকার করে। তারা জানায়, শকেনের ব্যাখ্যা পর্যাপ্ত নয়, কারণ তিনি অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর হামলার প্রতি নিন্দা জানাননি।
তবুও, ইসরায়েলের যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহি পত্রিকাটির বিরুদ্ধে সরকারিভাবে বয়কটের আহ্বান জানান এবং বেশ কয়েকটি বিধিনিষেধের বিস্তারিত প্রস্তাব মন্ত্রিসভায় উত্থাপন করেন।
কারহির কার্যালয় থেকে প্রকাশিত প্রস্তাবে বলা হয়, সরকার হারেৎজ পত্রিকার সঙ্গে নতুন কোনো চুক্তি করবে না, যার মধ্যে সরকারি কর্মীদের ব্যক্তিগত সদস্যপদও অন্তর্ভুক্ত। বিদ্যমান কোনো চুক্তিও নবায়ন করা হবে না। এছাড়া, আইন অনুযায়ী সম্ভব হলে, চলমান চুক্তিগুলো বাতিল করা হবে।
এছাড়াও প্রস্তাবে সরকারি বিজ্ঞাপন সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে, "হারেৎজকে সব ধরনের বিজ্ঞাপন, এমনকি আইনসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ বন্ধ করতে নির্দেশ দিতে হবে। ইতোমধ্যে দেওয়া অর্থ ফেরত চাওয়া হবে এবং ভবিষ্যতে আর কোনো বিজ্ঞাপন পত্রিকাটিতে দেওয়া হবে না।"