৫০৬ কোটি টাকা ঋণ খেলাপির মামলা: ওয়েস্টার্ন মেরিনের এমডি সোহাইলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
৫০৬ কোটি টাকা খেলাপি ঋণের মামলায় জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ক্যাপ্টেন সোহাইল হাসানের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
৫০৬ কোটি টাকা পাওনার বিপরীতে ব্যাংক এশিয়ার দায়ের করা মামলায় চট্টগ্রাম অর্থ ঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান আজ রোববার (২০ অক্টোবর) এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম অর্থ ঋণ আদালতের বেঞ্চ সহকারি রেজাউল করিম জানান, ৫০৫ কোটি ৯০ লাখ টাকা পাওনার বিপরীতে ২০২২ সালের ২৬ অক্টোবর অর্থ ঋণ মামলা দায়ের করে ব্যাংক এশিয়া শেখ মুজিব রোড শাখা। এরপর ওয়েস্টার্ন মেরিনের কর্ণধাররা আপোস মীমাংসায়
নালিশি ঋণ পরিশোধের জন্য সময় নিলেও গত দুই বছরেও বিআরপিডি সার্কুলার-১২ অনুযায়ী ডাউন পেমেন্ট পরিশোধ করেনি। প্রতিষ্ঠানটির কাছে আরও বিভিন্ন ব্যাংক মিলে দুই হাজার কোটি টাকার বেশি পাওনা রয়েছে। যেসব পাওনার বিপরীতে বন্ধকি সম্পত্তির পরিমাণ খুবই নগণ্য।
তিনি আরও জানান, বিবাদীরা ইতোমধ্যে নালিশি ঋণের দায়ী স্বীকার করেছেন। কিন্তু দায় পরিশোধে সদিচ্ছা দেখাননি। উপর্যুক্ত বিষয় পর্যালোচনায় প্রতিীয়মান হয় যে বিবাদীরা ইচ্ছাকৃত খেলাপি। তাই প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশ দিয়েছেন আদালত।
পাওনাদার ব্যাংক ও আদালতের তথ্যমতে, ব্যাংক এশিয়া ছাড়াও ওয়েস্টার্ন মেরিনের কাছে ন্যাশনাল ব্যাংকের ৯৩৮ কোটি টাকা সহ ১১ টি ব্যাংক ও ৮টি লিজিং প্রতিষ্ঠান মিলে কমপক্ষে আড়াই হাজার কোটি টাকা পাওনা রয়েছে।
উল্লেখ্য, ২০০০ সালে প্রতিষ্ঠার পর থেকে ২০২০ পর্যন্ত ১৫০টি জাহাজ নির্মাণ করে ওয়েস্টার্ন মেরিন শিপ বিল্ডার্স সুনাম অর্জন করে। এই সময়ে ১২টি দেশে ৩৩টি জাহাজ রপ্তানি করে প্রায় ২ হাজার কোটি টাকা আয় করে প্রতিষ্ঠানটি।
কিন্তু পরিচালকদের অভ্যন্তরীন দন্দ্ব, স্বল্পমেয়াদি চড়া সুদের ঋণ নিয়ে জাহাজ নির্মাণে বিলম্বের কারণে ব্যাংকের চক্রবৃদ্ধি সুদ যোগসহ বিভিন্ন কারণে ২০২০ সালের মাঝামাঝি থেকে প্রতিষ্ঠানটির জাহাজ নির্মাণ অনেকটা স্থবির হয়ে রয়েছে।