'আমি পেলের চেয়ে ভালো নই'
প্রায় ৫০ বছর অক্ষুণ্ণ থাকা রেকর্ড ভেঙেছেন নেইমার। তাও আবার যেনতেন কারোর রেকর্ড নয়, স্বয়ং ফুটবলের রাজা পেলেকে সরিয়ে সবার ওপরে আসীন হয়েছেন নেইমার।
ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন নেইমারের। যা করে দেখাতে পারেননি রোনালদো নাজারিও, রোমারিওর মতো স্ট্রাইকাররা, সরাসরি স্ট্রাইকার রোলে না খেলেও তা করেছেন নেইমার।
তবে পেলেকে ছাড়িয়ে গিয়েও যেন বিনয়ী নেইমার। নিজেকে কোনোভাবেই কালোমানিকের ওপরে দেখেন না তিনি, 'পেলেকে অতিক্রম করেছি মানে এই নয় যে আমি তার চেয়ে বা দলের অন্য কোনো খেলোয়াড়ের চেয়ে বেশি ভালো।'
বরং এই রেকর্ড গড়তে পেরে উচ্ছ্বসিত নেইমার জানিয়েছেন, তিনি ব্রাজিলের ফুটবলে অবদান রাখতে পেরেই বেশি খুশি, 'আমি খুবই আনন্দিত। কখনো ভাবিনি এই রেকর্ড আমার হবে। আমি সব সময় চেয়েছি ব্রাজিলের ফুটবল ইতিহাসে এবং ব্রাজিল দলে নিজের ছাপ ফেলতে। আজ আমি সেটা করতে পেরেছি। আমার পরিবার এবং বন্ধুদের সবার প্রতি কৃতজ্ঞতা।'
ব্রাজিলের হয়ে ৭৭ গোল করেছেন পেলে, বলিভিয়ার বিপক্ষে দুই গোল করার পর নেইমারের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৭৯ তে। যা স্বাভাবিকভাবেই আরো বাড়িয়ে নেবেন নেইমার।