এল ক্লাসিকোয় বিশেষ জার্সি পরে খেলবে বার্সেলোনা
ক্লাব ফুটবলে সবচেয়ে বড় দ্বৈরথ এল ক্লাসিকো। দুই চিরপ্রতিদ্বন্দ্বী স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যে হওয়া এই ম্যাচের দিকে নজর থাকে সবার।
মাঠের খেলার নিয়ন্ত্রণ খেলোয়াড়দের কাছে থাকলেও মাঠের বাইরে এল ক্লাসিকোতে ব্যতিক্রমী কিছু করার চেষ্টা বার্সেলোনা করে যাচ্ছে গত দুই মৌসুম ধরেই। এবারও বিশেষ এক রকমের জার্সি পরে খেলবে কাতালান ক্লাবটি।
রিয়ালের বিপক্ষে খেলার দিন বার্সার জার্সিতে থাকবে বিখ্যাত ব্রিটিশ রক ব্যান্ড রোলিং স্টোনসের লোগো। মূল স্পনসর স্পটিফাইয়ের সঙ্গে চুক্তির অংশ হিসেবেই এমন জার্সি পরে নামবে বার্সেলোনা।
এল ক্লাসিকোর সপ্তাহখানেক আগে রোলিং স্টোনসের নতুন অ্যালবাম 'হ্যাকনি ডায়মন্ডস' মুক্তি পাবে। অ্যালবামের প্রচারণার উদ্দেশ্যেই এই বিশেষ জার্সির ব্যবস্থা করেছে স্পটিফাই।
বার্সার সঙ্গে স্পটিফাই চুক্তি করার পর থেকেই এমন বিশেষ উদ্যোগ নিয়ে আসছে এল ক্লাসিকোয়। মার্চেই স্প্যানিশ গায়িকা রোজালিয়ার নতুন অ্যালবামের প্রচারণার উদ্দেশ্যে বিশেষ জার্সি পরেছিল বার্সা।
সর্বশেষ মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় বিখ্যাত কানাডিয়ান র্যাপার ও গায়ক ড্রেকের লোগো সংবলিত জার্সি পরে খেলেছিল কাতালান ক্লাবটি।
আগামী ২৯ অক্টোবর এবারের মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।