ঘরের মাঠের রিয়ালকে গুঁড়িয়ে বার্সার বড় জয়
রেফারি বাঁশিতে ফুঁ দিতেই যেন গতির লড়াই শুরু হয়ে গেল। চেষ্টা করেও প্রথমার্ধে রিয়াল মাদ্রিদের সঙ্গে পাল্লা দিতে পারলো না বার্সেলোনা। এতে অবশ্য ক্ষতি হয়নি কাতালানদের, ঘাম ঝরিয়ে প্রথমার্ধ সমতাতেই শেষ করে তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে দেখা মিললো অন্য বার্সেলোনার। রবার্ট লেভানডোভস্কি, লামিনে ইয়ামাল, রাফিনিয়াদের দাপটে গোল উৎসব করলো তারা। এর মাঝে কয়েকটি সুযোগ পেলেও নষ্ট করলেন কিলিয়ান এমনবাপ্পে, পড়লেন অফসাইডের ফাঁদেও। ঘরের মাঠের রিয়ালকে গুঁড়িয়ে বড় জয় তুলে নিলো বার্সেলোনা।
মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালকে ৪-০ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা। জোড়া গোল করেন লেভানডোভস্কি, একটি করে গোল করেন ইয়ামাল ও রাফিনিয়া। চির প্রতিদ্বন্দ্বী দলটির বিপক্ষে পাওয়া এই জয়ে ৬ পয়েন্টে এগিয়ে গেল তারা। ১১ ম্যাচে ১০ জয় ও এক হারে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে ৭ জয়, ৩ ড্র ও এক হারে ২৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল।
লা লিগায় টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিজেদের দখলেই রাখলো বার্সেলোনা। ২০১৭ সালের এপ্রিল থেকে ২০১৮ সালের মে মাস পর্যন্ত টানা ৪৩ ম্যাচ অপরাজিত ছিল তারা। অন্যদিকে, এই হারে টানা ৪২ ম্যাচে অপরাজিত থাকার দৌড় থেমে গেল রিয়ালের। লিগে সর্বশেষ তারা হারে গত বছরের সেপ্টেম্বরে। সেই ম্যাচে আতলেতিকো মাদ্রিদের মাঠে ৩-১ গোলে হারে তারা।
আজকের ম্যাচে বারবার অফসাইডের ফাঁদে পড়েছে রিয়াল। ম্যাচে ১২টি অফসাইড হয় তাদের, বাতিল হয় দুটি গোল। বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল বার্সেলোনা, ৫৯ শতাংশ সময় বল তাদের পায়ে ছিল। কাতালানদের নেওয়া ১৫ শটের ৭টি ছিল লক্ষ্যে, এর মধ্যে চারবার বল জালে জড়ায়। রিয়ালের নেওয়া ৯ শটের ৪টি ছিল লক্ষ্যে। যা ফিরিয়ে দিয়ে নিজেদের জাল অক্ষত রাখেন দুর্দান্ত পারফরম্যান্স করা বার্সার গোলরক্ষক ইনাকি পেনা।
এল ক্লাসিকোতে জয়খরা কাটলো বার্সেলোনার, আগের চার সাক্ষাতেই জিতেছিল রিয়াল। লিগে প্রধান প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে পাওয়া বড় জয়ে রেকর্ড গড়েছেন ইয়ামাল। এল ক্লাসিকোয় সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে গোল করেছেন ১৭ বছর ১০৬ দিন বয়সী এই স্প্যানিশ উইঙ্গার। জোড়া গোল করা লেভানদোভস্কি অন্যদের সঙ্গে বাড়িয়ে নিলেন গোল ব্যবধান। ১১ ম্যাচে ১৪ গোল নিয়ে সবার উপরে তিনি, ৭টির বেশি গোল নেই আর কারও। চলতি মৌসুমে বার্সেলোনার করা ৩৭ গোলের ২৫টিই করলেন লেভানডোভস্কি, ইয়ামাল ও রাফিনিয়া মিলে।