চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ, সাকিবের অভিষেক
টানা দুই হারে এশিয়া কাপের ফাইনালে ওঠার দৌড় থেকেই আগেই ছিটকে গেছে বাংলাদেশ। সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য নিয়ম রক্ষার। যদিও অধিনায়ক সাকিব আল হাসানের দৃষ্টি ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে দল হিসেবে ছন্দে ফেরা। সেই লক্ষ্য নিয়েই আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।
এই ম্যাচে টস ভাগ্য বিপক্ষে গেছে বাংলাদেশের। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচটি বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হবে।
বাংলাদেশের একাদশে চারটি পরিবর্তন আনা হয়েছে। একাদশে নেই নাঈম শেখ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। পরিবারকে সময় দিতে কাজে দেশে ফেরায় এই ম্যাচে খেলা হচ্ছে না মুশফিকুর রহিমের।
তাদের জায়গায় সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়, তানজিদ হাসান তামিম, মুস্তাফিজুর রহমান, শেখ মেহেদি হাসান ও তানজিম হাসান সাকিব। তিন ম্যাচ পর সুযোগ পেলেন মুস্তাফিজ। বাংলাদেশের ১৪৫তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে অভিষেক হচ্ছে ডানহাতি পেসার তানজিম সাকিবের।
ভারত তাদের একাদশে পাঁচটি পরিবর্তন এনেছে। এই ম্যাচ খেলছেন না বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন সূর্যকুমার যাদব, তীলক ভার্মা, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি ও প্রসিদ কৃষ্ণ।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ইশান কিশান, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি ও প্রসিদ কৃষ্ণ।