'বিশ্বকাপ জেতার স্বীকৃতি ক্লাব থেকে একমাত্র আমিই পাইনি'
কাতার বিশ্বকাপ জিতে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে আর্জেন্টিনা। নিজ দেশ তো বটেই, বিশ্বকাপজয়ী দলের সব খেলোয়াড়রাই নিজেদের ক্লাবে পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা। তবে একজন ছিলেন ব্যতিক্রম, তাকে তার ক্লাব কোনো ধরনের অভিনন্দন জানায়নি।
সেই একজন হলেন লিওনেল মেসি, বিশ্বকাপজয়ী দলের বাকি সব সদস্যরা নিজেদের ক্লাবে ফেরার পর পেয়েছেন অভিনন্দন ও ভালোবাসা। শুধু মেসিই তখনকার ক্লাব পিএসজির পক্ষ থেকে পাননি এ ধরনের কোনো আয়োজন।
তখন মনে হয়েছিল, মেসি এসবের তোয়াক্কা একদমই করেন না। তবে এখন তা মনে হচ্ছে না। কারণ আর্জেন্টাইন কিংবদন্তি নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন, পিএসজি তাকে কোনো সম্মান না দেখানোর কারণ তিনি বুঝতে পেরেছেন।
মেসি বলেন, 'আমার সতীর্থদের মধ্যে আমিই একমাত্র, যাকে ক্লাব থেকে কোনো সম্মান জানানো হয়নি। বাকি সবাইকেই কমবেশি কিছু করা হয়েছে। তবে এটির কারণ বোধগম্য। আমরা ফ্রান্সকে হারিয়েই বিশ্বকাপ জিতেছি। যা তাদেরকে কষ্ট দিয়েছে।'
২০২৪ কোপা আমেরিকা খেলবেন বলে আগেই নিশ্চিত করেছেন আর্জেন্টাইন মহাতারকা। ২০২৬ বিশ্বকাপ খেলার প্রশ্নে সেই আগের উত্তরই দিয়েছেন মেসি, নিজের শারীরিক অবস্থা দেখে সিদ্ধান্ত নেবেন এই সর্বজয়ী ফুটবলার।