দ্রুততম সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিসহ এক ম্যাচে নেপালের পাঁচ বিশ্ব রেকর্ড
এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেট শুরু হয়েছে আজ। আর প্রথম দিনেই রেকর্ডের পাতা তছনছ করে দিয়েছেন নেপালের ব্যাটসম্যানরা।
এই ইনিংসে পাঁচটি বিশ্ব রেকর্ড গড়েছেন নেপালের ব্যাটসম্যানরা। যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রততম সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরির রেকর্ড। এছাড়াও সবচেয়ে বড় ব্যবধানে জয়, এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার মার এবং সর্বোচ্চ ইনিংস খেলার রেকর্ড গড়েছে নেপাল।
মঙ্গোলিয়ার বিপক্ষে আজ ২০ ওভার খেলে তিন উইকেট হারিয়ে ৩১৪ রান করে নেপাল।আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে যা দলীয় সর্বোচ্চ। এর আগের সর্বোচ্চ ছিলো আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ২৭৮ রান।
নেপালের ইনিংসে দিপেন্দ্র সিং মাত্র নয় বলে করেছেন হাফ সেঞ্চুরি। যা সব ধরনের টি-টোয়েন্টিতেই দ্রুততম। চাইলেও কেউ তার এই রেকর্ড ভাঙতে পারবেন না। কারণ হাফ সেঞ্চুরি করতে সর্বনিম্ন নয় বল লাগেই। দিপেন্দ্র ভেঙেছেন যুবরাজ সিংয়ের ১২ বলে হাফ সেঞ্চুরির রেকর্ড।
আরেক ব্যাটসম্যান কুশাল মাল্লা দ্রততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। মঙ্গোলিয়ার বিপক্ষে মাত্র ৩৪ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ভেঙেছেন ডেভিড মিলারের বাংলাদেশের বিপক্ষে করা ৩৫ বলে সেঞ্চুরির রেকর্ড।
দলীয় আরো দুটি বিশ্ব রেকর্ড গড়েছে নেপাল। মঙ্গোলিয়াকে ৪১ রানে অলআউট করে তারা পেয়েছে ২৭৩ রানের জয়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়। আগের রেকর্ড ছিলো তুরস্ককের বিপক্ষে চেক প্রজাতন্ত্রের ২৫৭ রানের জয়।
এই ইনিংসে ২৬ টি ছয় মেরেছেন নেপালের ব্যাটসম্যানরা। আফগানিস্তান ২২ টি ছয় মেরেছিল আয়ারল্যান্ডের বিপক্ষে।