এশিয়ান গেমস হকিতে ভারতের কাছে ১২ গোল হজম বাংলাদেশের
লজ্জাজনক পরাজয় দিয়ে এশিয়ান গেমস হকির সেমিফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে গেল বাংলাদেশের। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতের কাছে ১২-০ গোলে বিধ্বস্ত হয়েছে রোমান সরকারের দল।
এশিয়ান গেমস হকিতে এর থেকে বড় ব্যবধানে বাংলাদেশ হেরেছে দুইবার। ৪১ বছর পর ভারতের কাছে আবারও ১২ গোল হজম করতে হলো লাল-সবুজদের।
শক্তিশালী ভারতের কাছে এশিয়ান গেমসের সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন পাকিস্তানও পাত্তা পায়নি। তাদেরকে ১০-২ গোলে হারিয়েছে ভারত। এছাড়াও সিঙ্গাপুর আর উজবেকিস্তানকে ১৬ টি করে গোল দিয়েছে তারা।
সেখানে বাংলাদেশ নিজেদের সামর্থ্যের পুরোটা দিয়ে খেললেও লজ্জাজনক হার এড়াতে পারেনি। ১৯৯৮ সালে দক্ষিণ কোরিয়ার কাছে ১৪-০ গোলে হেরেছিল বাংলাদেশ। তারও আগে ১৯৭৮ সালে নিজেদের প্রথম এশিয়ান গেমসে বাংলাদেশ ১৭-০ গোলে হেরেছিল পাকিস্তানের কাছে। যা এখন পর্যন্ত সবচেয়ে বড় হারের নজির।
এই ম্যাচ দিয়েই এশিয়ান গেমস হকিতে গ্রুপ পর্ব শেষ করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে দুটি জয় এসেছে সিঙ্গাপুর (৭-৩) ও উজবেকিস্তানের (৪-২) বিপক্ষে। জাপানের কাছে ৭-২ আর পাকিস্তানের কাছে ৫-২ গোলে হার। ৫ ম্যাচে ৩ হার আর ২ জয়ে বাংলাদেশের চতুর্থ হওয়ার সম্ভাবনাই বেশি। চতুর্থ হলে গতবারের ষষ্ঠ স্থান হারিয়ে এবার লড়তে হবে সপ্তম স্থানের জন্য