এশিয়ান গেমস হকিতে উজবেকিস্তানকে হারাল বাংলাদেশ
এশিয়ান গেমস হকিতে যে দুটি ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে গিয়েছিল বাংলাদেশ, সেই দুটি ম্যাচেই জয় পেয়েছে তারা। পূরণ হয়েছে লক্ষ্য।
সিঙ্গাপুর এবং উজবেকিস্তানের বিপক্ষে জয় নিশ্চিত ধরেই এশিয়ান গেমস হকিতে গেছে বাংলাদেশ। সিঙ্গাপুরকে হারানোর পর এবার উজবেকিস্তানকে হারিয়ে নিজেদের প্রত্যাশা পূরণ করেছে দল।
সিঙ্গাপুরের বিপক্ষে জয় এসেছিল ৭-৩ গোলের ব্যবধানে। উজবেকিস্তানকে আজ বাংলাদেশ হারিয়েছে ৪-২ গোলের ব্যবধানে।
জোড়া গোল করে এই জয়ে বড় ভূমিকা রেখেছেন ডিফেন্ডার ও পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ আশরাফুল ইসলাম। ৪ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেন আশরাফুল। ১৭ মিনিটে উজবেকিস্তান সমতা ফেরায়।
২১ মিনিটে আরশাদ হোসেনের গোলে ব্যবধান ২–১ করে বাংলাদেশ। ২৬ মিনিটে আবার উজবেকিস্তান ২–২ এ সমতা ফেরায়। ৪২ মিনিটে আশরাফুল ও ৫২ মিনিটে আমিনুল ইসলামের গোল তিন পয়েন্ট এনে দেয় বাংলাদেশকে।
হাংজু এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের পঞ্চম ও শেষ গ্রুপ ম্যাচ আগামীকাল ভারতের সঙ্গে। এখন পর্যন্ত খেলা চার ম্যাচের মধ্যে গ্রুপের দুই শক্তিশালী দলের কাছেই হেরেছে বাংলাদেশ।
প্রথম ম্যাচে এশিয়ান গেমসের বর্তমান চ্যাম্পিয়ন জাপানের কাছে ৭–২ গোলে, অপর ম্যাচে এশিয়ান গেমসের সবচেয়ে সফল দল পাকিস্তানের কাছে ৫–২ গোলে।