ইসরায়েলে সব ধরনের ফুটবল ম্যাচ স্থগিত করল উয়েফা
হামলা-পাল্টা হামলায় শঙ্কার মুখে ইসরায়েল এবং ফিলিস্তিনি জনগণের জীবন। ইসরায়েলে হামাস হামলা করার পর তারাও পাল্টা হামলা চালিয়েছে গাজার ওপর।
মানুষের জীবনই যেখানে হুমকির মুখে, সেখানে ফুটবল খেলা নিশ্চয়ই বড় কোনো বিষয় নয়। তাই ইসরায়েলে নিজেদের নিয়ন্ত্রণে থাকা সব ধরনের ফুটবল ম্যাচ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে উয়েফা।
এক বিবৃতিতে ম্যাচ বাতিলের কথা জানিয়েছে উয়েফা। ইসরায়েলের পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ও নতুন তারিখ নিয়ে সিদ্ধান্ত নিতে দলগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে।
ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বলেছে, 'ইসরায়েলে বর্তমানে যে অবস্থা, তাতে দেশটিতে আগামী দুই সপ্তাহের জন্য সব ফুটবল ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। নতুন সূচি কয়েক দিন পরই জানিয়ে দেওয়া হবে।'
আগামী বৃহস্পতিবার ইসরায়েলের তেল আবিবের ব্লুমফিল্ডে ২০২৪ ইউরো বাছাইপর্বের ইসরায়েল-সুইজারল্যান্ড ম্যাচ হওয়ার কথা ছিল। উয়েফার স্থগিত হওয়া ম্যাচের তালিকায় রয়েছে এই ম্যাচ। স্থগিত হওয়া ম্যাচের তালিকায় রয়েছে উয়েফা ২০২৫ অনূর্ধ্ব-২১ ইউরো চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ।
উয়েফা ২০২৪ অনূর্ধ্ব-১৭ ইউরো চ্যাম্পিয়নশিপের ১১ থেকে ১৭ অক্টোবরের ম্যাচগুলোও স্থগিত করা হয়েছে। যেখানে ইসরায়েল, বেলজিয়াম, জিব্রাল্টার ও ওয়েলসের ম্যাচ রয়েছে।