মদ-কাণ্ডে বিভিন্ন মেয়াদে জিকো-তপুদের নিষেধাজ্ঞার শাস্তি
মদকাণ্ডে পাঁচ ফুটবলারকে আগেই সাময়িক নিষিদ্ধ করেছিল বসুন্ধরা কিংস। ঘটনার তদন্ত শেষে তাদের শাস্তির মাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই শাস্তির মেয়াদ ঘোষণাও করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ক্লাবটি।
বিভিন্ন মেয়াদে শাস্তি পেয়েছেন দোষী ফুটবলাররা। করা হয়েছে জরিমানাও।
পাঁচ ফুটবলারের মধ্যে সবচেয়ে কম শাস্তি পেয়েছেন শেখ মোরছালিন। তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রিমন হোসেনকে জরিমানা করা হয়েছে তিন লাখ টাকা। তপু বর্মণকে এক লাখ টাকা জরিমানা করার সাথে নিষিদ্ধ করা হয়েছে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।
গোলকিপার আনিসুর রহমান নিষিদ্ধ থাকবেন আগামী ৩১ মার্চ পর্যন্ত। কিংসের নিয়মিত খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বড় শাস্তি পেয়েছেন তিনিই। তৌহিদুল আলম সবুজকে নিষিদ্ধ করা হয়েছে ২০২৩-২৪ পুরো মৌসুমই। সবুজ যদিও কিংসের মূল একাদশের বাইরেই বেশি থাকেন।
একই সঙ্গে কিংসের সঙ্গে বিদেশ সফরে যাওয়া কর্মকর্তাদের আরও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। কিংস সূত্র জানিয়েছে, মালদ্বীপ থেকে এএফসি কাপের ম্যাচ খেলে ফেরার সময় গত ২০ মার্চ ৬৪ বোতল মদ নিয়ে আসার ঘটনায় ৫ ফুটবলারের সঙ্গে জড়িত ক্লাবটির দুজন বলবয়ও।
৭ জন মিলে ৬৪ বোতল মদ আনেন, যার মধ্যে দুই বলবয় আনেন ২৩ বোতল। ৫ ফুটবলার আনেন ৪১ বোতল।