স্বাধীনতা কাপের ফাইনালে আজ মুখোমুখি বসুন্ধরা কিংস-মোহামেডান
স্বাধীনতা কাপের ফাইনালে আজ মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও মোহামেডান। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। দুপুর ১ টা ৪৫ মিনিটে শুরু হবে খেলা।
সর্বশেষ ২০১৪ সালে স্বাধীনতা কাপের ফাইনাল খেলেছে মোহামেডান। সেবার চ্যাম্পিয়নও হয়েছিল তারা। অপরদিকে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের এটি টানা চতুর্থ ফাইনাল।
সেমিফাইনালে আবাহনীকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে বসুন্ধরা। অন্য সেমিফাইনালে রহমতগঞ্জকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে মোহামেডান।
সাত মাস আগে এই ভেন্যুতেই ফেডারেশন কাপের সেমিফাইনালে বসুন্ধরাকে হারিয়ে ফাইনালে উঠেছিল সাদা-কালোরা। আজ সেটির পুনরাবৃত্তি করতে চাইবে আলফাজের দল।