টানা পাঁচ শিরোপা জিতে বসুন্ধরা কিংসের ইতিহাস
টানা পঞ্চমবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জিতল বসুন্ধরা কিংস। আজ দ্বিতীয় স্থানে থাকা মোহামেডানকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে অস্কার ব্রুজোনের দল।
ব্রাজিলিয়ান স্ট্রাইকার দরিয়েলতন গোমেজের জোড়া গোলে মোহামেডানকে তিন ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত হওয়া প্রতিটি মৌসুমেই লিগ শিরোপা উঁচিয়ে ধরেছে ক্লাবটি।
এই শিরোপা জয়ে নিজেদেরই গড়া রেকর্ড আরেক ধাপ ওপরে নিয়ে গেল বসুন্ধরা কিংস। স্বাধীন বাংলাদেশে প্রথম ও একমাত্র ক্লাব হিসেবে টানা চারটি লিগ জয়ের রেকর্ড গড়েছিল কিংস। নিজেদের গড়া সেই রেকর্ডের সং্খ্যাকে পাঁচে নিয়ে গেল অস্কার ব্রুজোনের শিষ্যরা।
মোহামেডানের বিপক্ষে দরিয়েলতনের জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বসুন্ধরা। ৬৫ মিনিটে এক গোল শোধ দেয় মোহামেডান। তবে বসুন্ধরাকে শিরোপা উদযাপন করা থেকে আটকাতে পারেনি সাদাকালোরা।
১৫ ম্যাচ খলে বসুন্ধরা কিংসের পয়েন্ট ৪০। সমান ম্যাচে মোহামেডানের ২৮, আবাহনীর ২৬। লিগে ম্যাচ বাকি আর তিনটি। আবাহনী আর মোহামেডানের মধ্যে রানার্সআপ হওয়ার লড়াই থাকলেও কিংসকে ছুঁতে পারবে না কেউই।