৬৬ রান করে থামলেন মুশফিক, সাজঘরে হৃদয়ও
দিকহারা দলকে ঠিক পথে ফেরানোর মিশনে হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার পাশাপাশি সাকিব আল হাসানের সঙ্গে ৯৬ রানের জুটি গড়েন মুশফিকুর রহিম। সাকিবের বিদায়ে ভাঙে জুটি, এবার থামলেন মুশফিকও। নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরির স্লোয়ার বুঝতে পারেননি মুশফিক, বোল্ড হয়ে বিদায় নিতে হলো অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে।
বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ অষ্টম হাফ সেঞ্চুরি তুলে নেওয়া মুশফিক ৭৫ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৬৬ রান করে বিদায় নেন। কিছুক্ষণ পর ক্যাচ তুলে আউট হন ১৩ রান করা তাওহিদ হৃদয়ও। তাকে ফিরিয়ে ওয়ানডেতে ২০০ উইকেটের মাইলফলকে পৌঁছান কিউই পেসার ট্রেন্ট বোল্ট। ৩৮ ওভার শেষে ৭ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৮০ রান। মাহমুদউল্লাহ ৩ ও তাসকিন শূন্য রানে ব্যাটিং করছেন।
চড়াও হয়ে বিদায় নিলেন সাকিব
বিপর্যয়ের পর উইকেটে গিয়ে থিতু হতে একটু বেশি সময় নেন সাকিব আল হাসান। মুশফিকুর রহিমের সঙ্গে জুটি গড়ে চাপ কাটিয়ে ওঠার পর দ্রুত রান তোলায় মন লাগান তিনি, চার-ছক্কা মারতে শুরু করেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু চড়াও হওয়ার পরই থামতে হলো তাকে।
৩০তম ওভারে নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসনকে উড়িয়ে মারতে গিয়ে উইকেটরক্ষক টম ল্যাথামের হাতে ধরা পড়লেন সাকিব। ৫১ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪০ রান করেন তিনি। হাফ সেঞ্চুরি পূর্ণ করা মুশফিকের সঙ্গে যোগ দিয়েছেন তাওহিদ হৃদয়। ৩৩ ওভার শেষে ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৬১ রান। মুশফিক ৫৮ ও হৃদয় ৫ রানে ব্যাটিং করছেন।
মুশফিক-সাকিবের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ
প্রথম বলে উইকেট হারানোর চাপ কাটিয়ে উঠলেও ৫০ পেরিয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। ৫৬ রানে ৪ উইকেট হারায় তারা। কোণঠাসা হয়ে পড়ে দলকে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।
মুশফিক-সাকিবের ব্যাটে ২৮ ওভার শেষে ৪ উইকেটে ১৩২ রান তুলেছে বাংলাদেশ। পঞ্চম উইকেটে ইতোমধ্যে ৭৬ রানের জুটি গড়েছেন তারা। মুশফিক ৫২ ও সাকিব ২৩ রানে ব্যাটিং করছেন। বিশ্বকাপে এটা মুশফিকের অষ্টম হাফ সেঞ্চুরি। যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। ১০টি হাফ সেঞ্চুুরির মালিক সাকিব শীর্ষে।
মিরাজ-শান্তর বিদায়ে চাপে বাংলাদেশ
বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম বলেই উইকেট হারানোর চাপ সামলে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তানজিদ হাসান তামিম ও মেহেদী হাসান মিরাজ। কিন্তু এই জুটি ভাঙতেই দিক হারিয়ে বসেছে বাংলাদেশ। ১৬ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে তারা।
তানজিদ তামিমের আউটের পর দুই বলের ব্যবধানে সাজঘরে ফিরলেন মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। ১৩ ওভারে ৫৬ রানেই নেই ৪ উইকেট। দুই অভিজ্ঞ সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ব্যাটে লড়ছে বাংলাদেশ। মুশফিক ৫ ও সাকিব শুন্য রানে ব্যাটিং করছেন।
এবার বিদায় নিলেন তানজিদ তামিম
প্রথম বলেই উইকেট হারানোর ধাক্কা সামলে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তানজিদ হাসান তামিম ও মেহেদী হাসান মিরাজ। কিন্তু বেশ কিছু বল খেলে উইকেটে থিতু হওয়ার পরও পথ দীর্ঘ হলো না তানজিদের। লকি ফার্গুসনের শিকারে পরিণত হয়ে থামলেন বাংলাদেশের তরুণ এই ওপেনার।
ফ্লিক করতে গিয়ে ডেভন কনওয়ের হাতে ধরা পড়েন তামিম। ১৭ বলে ৪টি চারে ১৬ রান করেন তিনি, সব রান বাউন্ডারিতেই করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ১০ ওভার শেষে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৪৬ রান। মেহেদী হাসান মিরাজ ২৮ ও নাজমুল হোসেন শান্ত শূন্য রানে ব্যাটিং করছেন।
প্রথম বলেই আউট লিটন
বিশ্বকাপ স্বপ্নের পথে আজ নিউজিল্যান্ডের বিপক্ষের ম্যাচটি বাংলাদেশের জন্য মহাগুরুত্বপূর্ণ। আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বাজেভাবে হার মানা বাংলাদেশের জন্য এই ম্যাচটি জয়ে ফেরার মিশন। কিন্তু এই ম্যাচেই বাংলাদেশের শুরুটা হলো দুঃস্বপ্নের মতো, ইনিংসের প্রথম বলেই ফিরে গেলেন ওপেনার লিটন কুমার দাস।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টসে হরে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্টের করা ইনিংসে প্রথম বলেই শট খেলতে যান লিটন, কিন্তু উড়িয়ে সীমানা ছাড়া করতে পারেননি তিনি। পা বরাবর বলে ব্যাট চালিয়ে ফাইন লেগে ম্যাট হেনরির হাতে ধরা পড়েন লিটন।
শুরুর ধাক্কা কাটিয়ে তোলার চেষ্টায় আরেক ওপেনার তানজিদ হাসান তামিম ও মেহেদী হাসান মিরাজ। ২ ওভার শেষে ১ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১০ রান। তানজিদ ৪ ও মিরাজ ৬ রানে ব্যাটিং করছেন।