টস জিতে ব্যাটিংয়ে সাকিববিহীন বাংলাদেশ, নেতৃত্বে শান্ত
বিশ্বকাপে দারুণ শুরুর পর টানা দুই হার, সেটাও বড় ব্যবধানে। চতুর্থ ম্যাচ দিয়ে বাংলাদেশের দৃষ্টি যখন জয়ে ফেরার দিকে, তখন প্রতিপক্ষ হিসেবে সামনে হাজির টানা তিন জয়ে উড়তে থাকা ভারত। দুর্বার ছন্দ, ঘরের মাঠ, নিজেদের দর্শক; সব মিলিয়ে ভারতের বিপক্ষে জয়ের পথটা কঠিনই বাংলাদেশের জন্য।
এই অবস্থায় বাংলাদেশ দলে পাচ্ছে না তাদের সেরা পারফর্মার ও নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে। বাঁ ঊরুর চোটে গুরুত্বপূর্ণ এই ম্যাচটি খেলা হচ্ছে না তার। সাকিবের অবর্তমানে নেতৃত্ব দেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে। কোণঠাসা অবস্থা, দলে নেই সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়; তবু স্বাগতিকদের বিপক্ষে জয়েই দৃষ্টি রেখে মাঠে নামছে বাংলাদেশ।
ম্যাচে টস ভাগ্য বাংলাদেশের পক্ষে এসেছে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শান্ত। ম্যাচটি পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে।
জয়ের সন্ধানে থাকা বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। সাকিবকে নিয়ে ঝুঁকি নিতে চাওয়ায় এই একটি পরিবর্তন আনতেই হতো তাদের। বাংলাদেশ অধিনায়কের জায়গায় সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। বাদ পড়েছেন তাসকিন আহমেদ, তার জায়গায় খেলছেন হাসান মাহমুদ। ভারত তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি।
২০০৭ বিশ্বকাপ থেকে ভারতের বিপক্ষে চারবার সাক্ষাত হয়েছে বাংলাদেশের। এর মধ্যে বাংলাদেশের জয় একটিতে, ভারত জিতেছে তিন ম্যাচে। প্রথম সাক্ষাতেই ২০০৭ বিশ্বকাপে ভারতকে হারায় বাংলাদেশ।
এরপর আর বিশ্ব আসরে ভারতের বিপক্ষে জ্বয়ের স্বাদ নেওয়া হয়নি। বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো ক্রিকেটের এই পরাশক্তিকে হারানোর লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছেন সাকিব-মুশফিকরা। ৪০ ওয়ানডেতে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় ৮ ম্যাচে। হেরেছে ৩১ ম্যাচে, একটি ম্যাচ পরিত্যক্ত হয়।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।