ইসরায়েল-হামাস দ্বন্দ্বের অবসান চেয়ে কালো আর্মব্যান্ড পরবেন প্রিমিয়ার লিগ খেলোয়াড়রা
ইংলিশ প্রিমিয়ার লিগে এই সপ্তাহের ম্যাচগুলোতে প্রতিটি দলের খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পড়ে খেলবেন। চলমান ইসরায়েল-হামাস সংঘাত বন্ধ করে শান্তি ফিরিয়ে আনার আহ্বানে এই সিদ্ধান্ত নিয়েছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।
শুধু কালো আর্মব্যান্ড পড়াই নয়, ব্রিটিশ রেড ক্রসকে আর্থিক অনুদানও দেবে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। যা পৌঁছে দেওয়া হবে সংঘাতে ক্ষতিগ্রস্তদের কাছে।
আজ শনিবার থেকে শুরু হয়ে আগামী সোমবার পর্যন্ত চলবে প্রিমিয়ার লিগের এই সপ্তাহের খেলা। প্রতিটি দলের খেলোয়াড়, কোচ, ম্যাচ অফিসিয়ালরা কালো আর্মব্যান্ড পড়বেন ম্যাচগুলোতে।
এক বিবৃতিতে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানায়, 'আমরা শান্তি দেখতে চাই। যারা এই সংঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রত্যেকের জন্য আমাদের সমবেদনা রয়েছে।'