গুলি ছুঁড়ে ও আতশবাজি ফুটিয়ে পাকিস্তানের বিপক্ষে জয় উদযাপন আফগানদের
বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে আফগানিস্তান। ওয়ানডেতে পাকিস্তানকে প্রথমবারের মতো হারিয়েছে আফগানরা। একই বিশ্বকাপে এই প্রথম দুটি ম্যাচ জিতলেন রশিদ-নবীরা।
এই জয়ের পর প্রতিবেশী দুটি দেশ পাকিস্তান ও আফগানিস্তানে এখন পুরোপুরি বিপরীত চিত্র। আফগানিস্তানের কাছে হেরে রাগ, ক্ষোভ ও হতাশায় ফুঁসছে পাকিস্তানিরা। বিপরীতে পাকিস্তানের বিপক্ষে জয়ের আনন্দে ভাসছে গোটা আফগানিস্তান।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পাকিস্তানকে হারানোর পর রাস্তায় নেমে আসেন অনেক আফগান মানুষ। এ সময় তারা আকাশের দিকে গুলি ছুড়ে, আতশবাজি ফুটিয়ে এবং উল্লাসধ্বনির মধ্য দিয়ে উদযাপন করেছেন আফগানিস্তানের ঐতিহাসিক জয়টি।
রাজধানী কাবুলের রাস্তায় প্রায় ১৫ মিনিট স্থায়ী হয় তাদের এই পাগলাটে উদযাপন। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে, যেগুলো আফগানদের উদযাপনের বলে দাবি করা হয়েছে।
এক ভিডিওতে দেখা যায়, রাস্তার মাঝখানে ফোয়ারার মতো একটি জায়গায় একদিকে আতশবাজি ফোটানো হচ্ছে, আবার ঠিক সে সময় এক আফগান নাগরিক শূন্যে একের পর এক গুলি ছুড়ে উদযাপন করছেন দলের জয়।