পরিবার ও যারা সমর্থন দিয়েছেন, তাদেরকে সেঞ্চুরি উৎসর্গ করলেন মাহমুদউল্লাহ
গত কয়েক মাস কঠিন সময়ই ছিল মাহমুদউল্লাহ রিয়াদের জন্য। দল থেকে বাদ পড়েছেন, টানা কয়েকটি সিরিজে দলের বাইরে থাকতে হয় তাকে। যদিও বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে বিশ্রামের কথা বলা হয়েছিল। অভিজ্ঞ এই ক্রিকেটারের বিশ্বকাপ দলে জায়গা পাওয়া, না পাওয়া নিয়েও ছিল আলোচনা। শেষ মুহূর্তে মাহমুদউল্লাহকে রেখে বিশ্বকাপের দল ঘোষণা করা হয়।
এর আগের কঠিন সময়ে মাহমুদউল্লাহকে একাই লড়ে যেতে হয়। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে নিজের মতো করে অনুশীলন চালিয়ে যান তিনি। ক্যারিয়ারের সায়াহ্নে স্বাভাবিকভাবেই পরিবারের সদস্যদের পাশে পেয়েছেন, তাকে দলে ফেরাতে ভক্তরা করেন মানববন্ধন। তবে কঠিন সময়ে মনোযোগ ধরে রেখে নিজেকে প্রস্তুত রাখার কাজটি একাই করতে হয়েছে মাহমুদউল্লাহকে।
কঠিন সময়ে কারা পাশে ছিলেন, সেটা মনে রেখেছেন তিনি। তাই তো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় হারের ম্যাচে প্রচন্ড চাপের মাঝেও দারুণ ব্যাটিংয়ে করা সেঞ্চুরিটি তাদেরকে উৎসর্গ করলেন মাহমুদউল্লাহ। গত কয়েক মাসে পরিবার ও যারা সমর্থন দিয়েছেন, বিশ্বকাপে করা নিজের তৃতীয় সেঞ্চুরিটি তাদেরকে উৎসর্গ করেছেন জাতীয় দলের অভিজ্ঞ এই অলরাউন্ডার।
১৯৯৯ বিশ্বকাপ থেকে খেলে আসছে বাংলাদেশ, এবার তাদের সপ্তম বিশ্বকাপ। ২৪ বছরের পথচলায় বিশ্ব আসরে বাংলাদেশের সেঞ্চুরি ৬টি, এর মধ্যে ৩টিই মাহমুদউল্লাহর। সাকিব আল হাসান ২টি ও মুশফিকর রহিম একটি সেঞ্চুরির মালিক। মাহমুদউল্লাহর বাকি ওয়ানডে সেঞ্চুরিটিও আইসিসির ইভেন্টে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আইসিসির টুর্নামেন্ট মানেই যেন তার ব্যাটে রানের ফুলঝুরি, আরও একবার সেটা প্রমাণ করলেন তিনি।
বন্ধুর পথ পাড়ি দিয়ে আসায় এই সেঞ্চুরিটি তার কাছে বিশেষ, উদযাপনই সেটা বলে দিয়েছে। যাদের কারণে এভাবে ফিরে আসতে পেরেছেন, তাদেরকে সেঞ্চুরি উৎসর্গ করে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, 'অবশ্যই পরিবারকে উৎসর্গ করেছি। বিশেষ করে তাদের প্রতি, যারা গত কয়েক মাসে আমাকে সমর্থন দিয়েছেন এবং দোয়া করেছেন।'
দল নিশ্চিত হারের মুখে, এরপরও সেঞ্চুরি ছুঁয়ে বুনো উদযাপন করেন মাহমুদউল্লাহ। তবে কি ওই উদযাপন প্রতিবাদের ভাষা ছিল? এমন প্রশ্নে তার উত্তর, 'নাহ, কোনোরকম প্রতিবাদ… প্রতিবাদ ছিল না। শুধু… আলহামদুলিল্লাহ, একশ হয়েছে, তবে এটা স্রেফ একটা উদযাপনই ছিল, নাথিং স্পেশাল। যেটা আগে বললাম, যদি জিততে পারতাম, তাহলে আরও 'বুনো' উদযাপন করতাম সম্ভবত। চেষ্টা করব পরের ম্যাচে যেন আরও অবদান রাখতে পারি দলের জন্য।'