শুভমান-কোহলি-শ্রেয়াসের ব্যাটে শ্রীলঙ্কাকে বড় লক্ষ্য দিলো ভারত
জিতলেই সেমি-ফাইনাল নিশ্চিত, এমন সমীকরণের ম্যাচে শ্রীলঙ্কাকে বড় লক্ষ্য দিয়েছে ভারত। টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে ব্যাটিং সহায়ক উইকেটের ফায়দা তুলে নির্ধারিত ৫০ ওভার খেলে আট উইকেট হারিয়ে ৩৫৭ রানের সংগ্রহ গড়েছে ভারত।
তিনজন ব্যাটসম্যান ৮০ রান পেরোলেও সেঞ্চুরি করতে পারেননি একজনও। এর মধ্যে বিরাট কোহলির হতাশাই বেশি, শচীন টেন্ডুলকারের পাশে বসার আরেকটি সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়েছে তার।
কোহলি আউট হয়েছেন ৮৮ রান করে। ইনিংসের মাত্র দ্বিতীয় বলেই অধিনায়ক রোহিত শর্মা ফিরে যাওয়ার পর গিলকে নিয়ে ১৮৯ রানের জুটি গড়েন কোহলি। যদিও এর মধ্যে দুবার জীবন পেয়েছেন কোহলি। সেঞ্চুরির দিকে এগোতে থাকা গিল ৯২ বলে ১১ চার ও দুই ছয়ে ৯২ রান করে ফিরে যান। এরপরই ৪৯ তম সেঞ্চুরি থেকে ১২ রান দূরে থাকতেই আউট হন কোহলিও। তার ৯৪ বলের ইনিংসে ১১টি চার ছিল।
এরপর ঝড়ো ইনিংস খেলেন শ্রেয়াস আইয়ার। মাত্র ৫৬ বলে তিন চার ও ছয় ছয়ে ৮২ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান। শেষদিকে জাদেজার ২৪ বলে ৩৫ রান ভারতের সংগ্রহকে ৩৫০ পার করায়।
শ্রীলঙ্কার পক্ষে এক দিলশান মাদুশানাকাই নিয়েছেন পাঁচ উইকেট। যদিও এর জন্য তাকে খরচ করতে হয়েছে ৮০ রান। জিততে হলে বিশ্বকাপে রান তাড়ার রেকর্ড গড়তে হবে শ্রীলঙ্কাকে।