২০২৪ সাল থেকে ব্যালন ডি'অর দেবে উয়েফা
শেষ হতে যাচ্ছে ব্যালন ডি'অর যুগ। না, পুরস্কার দেওয়া বন্ধ করে দিচ্ছে না ফ্রান্স ফুটবল। বরং এবার নতুন রূপে হাজির হবে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত এই পুরস্কারটি।
২০২৪ সাল থেকে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা অর্থাৎ উয়েফার সঙ্গে একীভূত হয়ে ব্যালন ডি'অর প্রদান করবে ফ্রান্স ফুটবল। এর আগে বেশ কয়েকবার ফিফার সঙ্গে একত্রিত হয়ে 'ফিফা ব্যালন ডি'অর' নামেও পুরস্কারটি দেওয়া হয়েছে।
ফ্রান্সের মিডিয়া গ্রুপ আমাউরি কর্তৃক দেওয়া হয়ে থাকে ব্যালন ডি'অর। ১৯৫৬ সাল থেকে প্রচলিত হওয়া এই মর্যাদাকর পুরস্কারটি সর্বোচ্চ আটবার জিতেছেন লিওনেল মেসি। যার সর্বশেষটি তিনি পেয়েছেন গত ৩০ অক্টোবর।
২০২৪ সাল থেকে আরো দুটি নতুন পুরস্কার প্রচলন করবে উয়েফা ও ফ্রান্স ফুটবল। বছরের সেরা কোচের জন্যও থাকবে ব্যালন ডি'অর। পুরুষ ও মহিলা, দুই ক্ষেত্রেই দেওয়া হবে পুরস্কারটি।