বোর্ড সদস্যদের পদত্যাগের দাবি ক্ষুব্ধ লঙ্কান ক্রীড়ামন্ত্রীর
বিশ্বকাপে চরম বাজে সময় যাচ্ছে শ্রীলঙ্কার। সাত ম্যাচের পাঁচটিতে হেরে কার্যত সেমি-ফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে তারা। চরম ব্যর্থতার অধ্যায়ে শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ৩০২ রানের বিশাল ব্যবধানে হারের অস্বস্তি পড়ে লঙ্কানরা। এমন হারের পর বেজায় চটেছেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশান ফার্নান্দো। দেশটির ক্রিকেট বোর্ডের সবার পদত্যাগের দাবি জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের দেওয়া ৩৫৮ রানের জবাবে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়া শ্রীলঙ্কা অলআউট হয়ে যায় মাত্র ৫৫ রানেই। ভারতের দুই পেসার মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজের আগুনে বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করেন লঙ্কান ব্যাটসম্যান। বিশ্বকাপে এটাই শ্রীলঙ্কার সর্বনিম্ন দলীয় সংগ্রহ। বিশ্ব আসরটির ইতিহাসে শ্রীলঙ্কার ইনিংসটি চতুর্থ সর্বনিম্ন দলীয় সংগ্রহ।
নানা কারণে আগে থেকেই ক্রিকেট বোর্ডের উপর ক্ষুব্ধ শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী। এর আগে তিনি বোর্ড কর্মকর্তাদের বিশ্বাসঘাতক ও দুর্নীতিবাজ হিসেবে অভিহিত করেন। বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর এবার তাদেরকে কাঠগড়ায় তুললেন রোশান। তিনি বলেন, 'শ্রীলঙ্কার ক্রিকেট কর্তাদের আর নিজেদের পদে থাকার নৈতিক কোনো অধিকার নেই। তাদের উচিত স্বেচ্ছায় পদত্যাগ করা।
১৯৯৬ সালে বিশ্বকাপ জেতা দলটির পারফরম্যান্সের ক্রমাবনতির জন্য বোর্ড কর্তাদের দায়ী করেছেন রোশান। এর আগে গত আগস্টে শ্রীলঙ্কার আরেক মন্ত্রী প্রসন্ন রানাতুঙ্গা সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, 'বিশ্বকাপ জয় ছিল আমাদের জন্য সবচেয়ে বড় অভিশাপ। ওই জয়ের পর থেকে ক্রিকেট বোর্ডে অর্থের ছড়াছড়ি শুরু হয় এবং সে কারণেই দূর্নীতিতে জড়িয়ে পড়ে কর্তা ব্যক্তিরা।'
ব্যর্থতার বৃত্তে আটকে পড়া শ্রীলঙ্কা দলকে নিয়ে সমালোচনার শেষ নেই। ভারতের বিপক্ষে বিশাল হারের পর শ্রীলঙ্কা দলকে নিয়ে নিজেদের প্রতিবেদনে ক্ষোভ ঝেরেছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। দেশটির জনপ্রিয় দৈনিক লংকাদিপা তাদের এক প্রতিবেদনে পুরো কোচিং স্টাফকে জবাবদিহির আওতায় আনার কথা উল্লেখ করেছে। ডেইলি মিরর প্রথম পাতায় শিরোনাম করেছে, 'সবাইকে বরখাস্ত করো।'
সমালোচনার ঝড়ের মাঝে শ্রীলঙ্কা ক্রিকেট থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে বোর্ড কর্তারা জানিয়েছেন, অস্বস্তির হারের বিষয়ে কোচিং স্টাফদের কাছে ইতোমধ্যে ব্যাখ্যা চাওয়া হয়েছে।