বোর্ডকে বরখাস্ত করে রানাতুঙ্গাকে দায়িত্ব দিলেন লঙ্কান ক্রীড়ামন্ত্রী
শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করে নতুন একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করেছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। এই কমিটির চেয়ারম্যান বানানো হয়েছে অর্জুনা রানাতুঙ্গাকে।
শ্রীলঙ্কার ১৯৯৬ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ককে প্রধান করে এসএলসির সাত সদস্যের পরিচালনা কমিটি করা হয়েছে।
দেশটির ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, ১৯৭৩ সালে প্রণীত শ্রীলঙ্কার ক্রীড়া আইনের প্রয়োগ করে মন্ত্রী এই কমিটি নিয়োগ দিয়েছেন। উল্লেখ্য, শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রণালয়ের মতবিরোধ চলছিল বেশ কয়েক মাস ধরে।
গত বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে শ্রীলঙ্কার ক্রিকেটে কী পরিমাণ দুর্নীতি হয়েছে, তা ২৬০ পাতার সরকারি নিরীক্ষায় (অডিট) তুলে ধরা হয়েছে। ক্রিকেট প্রশাসনে এই অনিয়ম তদন্ত করার জন্য ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে তিন সদস্যের একটি প্যানেল নিয়োগ দিয়েছেন।
গত সপ্তাহে আইসিসিকে পাঠানো এক চিঠিতে রোশান শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের 'লজ্জাহীন, বিশ্বাসঘাতক ও অবিশ্বস্ত' বলে উল্লেখ করেন। এসবের জেরে শনিবার মন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেন এসএলসির প্রধান মোহন ডি সিলভা।