সরকার হস্তক্ষেপ করায় শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করল আইসিসি
শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেছে আইসিসি। দেশটির ক্রিকেট বোর্ডে দুর্নীতির অভিযোগ রয়েছে।
ক্রিকেট বোর্ডের কর্মকান্ডে রাজনৈতিক ব্যক্তিদের হস্তক্ষেপ নিয়ে গত কিছুদিন ধরেই আলোচনা চলছিল ক্রিকেট মহলে। ধারণা করা হচ্ছিল, সরকার হস্তক্ষেপ করায় শ্রীলঙ্কার ওপর শাস্তি নেমে আসতে পারে। সে শঙ্কাই সত্যি হলো।
আইসিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করা হয়েছে। ১৯৮১ সালে আইসিসির পূর্ণ সদস্যপদ পেয়েছিল দেশটি।
আইসিসির বিজ্ঞপ্তিতে বলেছে, ' আজ আইসিসি বোর্ড সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শ্রীলঙ্কা ক্রিকেট সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ বিধিনিষেধ লঙ্ঘন করেছে। বিশেষ করে, স্বাধীনভাবে কাজ করতে ক্রিকেট প্রশাসনকে সরকারি হস্তক্ষেপের বাইরে থাকার জরুরি। সময়মতো এই স্থগিতাদেশের শর্তগুলো জানিয়ে দেবে আইসিসি বোর্ড।'
গতকালই বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা। এই মুহূর্তে পয়েন্ট তালিকার নয় নাম্বারে আছে তারা। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলাও সুতোর ওপর ঝুলছে দলটির।