টস জিতে ফিল্ডিংয়ে ‘সোনার হরিণ’ জয়ের খোঁজে থাকা বাংলাদেশ
বিশ্বকাপে হতাশার গল্প লিখে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সাত ম্যাচের মধ্যে টানা ছয় ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া দলটির কাছে একটি জয় এখন রীতিমতো সোনার হরিণ। ভুলে যাওয়া জয়ের স্বাদ পেতে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।
ম্যাচে টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান। শিশিরের কারণে রাতে বোলিং ও ফিল্ডিংয়ে অসুবিধা হওয়ায় বাংলাদেশ অধিনায়কের এই সিদ্ধান্ত। ম্যাচটি দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে।
বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন এসেছে। ফিট না থাকায় আজকের ম্যাচে খেলা হচ্ছে না বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের। তার জায়গায় সুযোগ পেয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। ডানহাতি এই পেসারের আজ বিশ্বকাপে অভিষেক হচ্ছে।
শ্রীলঙ্কা তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন দিমুথ করুনারত্নে ও দুসান হেমন্ত। তাদের জায়গায় সুযোহ পেয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা ও কুশল পেরেরা।
বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে কখনই জেতেনি বাংলাদেশ। আগের তিন সাক্ষাতের সব কটিতেই হেরেছে তারা। এই ফরম্যাটের হিসেবেও শ্রীলঙ্কা অনেক এগিয়ে। ৫৩ ওয়ানডেতে লঙ্কার জয় ৪২ ম্যাচে, বাংলাদেশ জিতেছে ৯টি ম্যাচ।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুসল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয়া ডি সিলভা, মাহেশ থিকসানা, কাসুন রাজিথা, দুশমন্ত চামিরা ও দিলশান মাদুশঙ্কা।